কলকাতা: কলকাতায় ফের উদ্ধার হল প্রচুর পরিমাণ মাদক। শনিবার একটি অভিযান চালিয়ে কলকাতার আনন্দপুর এলাকা থেকে ৩০ কোটি টাকা বাজারমূল্যের ৩৬০১ কেজি ওজনের পোস্তার খোলা (poppy straw) বাজেয়াপ্ত করল পুলিশ। এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তারও করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে শনিবার দুপুরে কলকাতার আনন্দপুরে একটি গোডাউনে হানা দেয় কলকাতা পুলিশের (Kolkata police) একটি দল। তল্লাশি চালানোর পর সেখান থেকে ৩৬০১ কেজি পোস্তার খোলা বাজেয়াপ্ত করা হয়। নেশার কাজে ব্যবহার হওয়া এই মাদকের আন্তর্জাতিক বাজারে দাম রয়েছে ৩০ কোটি টাকা। এই ঘটনার মাস্টারমাইন্ড সুলতান আহমেদ (৩৯) ছাড়াও তার দুই সাগরেদ ফাহিজ আলম (৫৫) ও মহম্মদ কালিম (৩০)কে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, ওই গোড়াউনটি কলকাতার পশ্চিম চৌভাগা এলাকার জি২৫/১৪৮ গুলসন কলোনি ছিল।