পুলিশের জালে ১০ জন (ছবিঃX@Kolkata Police)

কলকাতাঃ শহরের (City) মধ্যে বসে অবৈধ কল সেন্টার (Fake Call Center) চালানোর অভিযোগ অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেফতার করল কলকাতা পুলিশের (Kolkata Police) গোয়েন্দা বিভাগ। বৃহস্পতিবার ভোরে কড়েয়া থানার ৩বি, চামরু খানসামা লেনের একটি আবাসনের চারতলার ফ্ল্যাট থেকে গ্রেফতার করা হয় ওই ১০ জনকে পুলিশ সূত্রের খবর, তল্লাশি অভিযানে উদ্ধার ১৮ টি মোবাইল, ৬টি ল্যাপটপ, টি রাউটার একাধিক নথি

কলকাতার বুকে ভুয়ো কল সেন্টার, গ্রেফতার ১০

পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে মরু খানসামা লেনের ওই আবাসন থেকে ১০ জনকে গ্রেফতার করে পুলিশ তল্লাশির পর আবাসনের ওই ফ্ল্যাট সিল করে দেওয়া হয়েছে পুলিশের তরফে ধৃতদের লালবাজার সেন্ট্রাল লকআপে রাখা হয়েছে।

জানা গিয়েছে, ধৃতদের নাম মহম্মদ জাফর খান (৩২), মহম্মদ আয়ান (২৫) , আরবাজ আলী খান (২৭), রহমত হোসেন (২৪), মহম্মদ সরফরাজ (৩০),মহম্মদ শাহনওয়াজ (২৮), শেখ শামীর(২৫) রহমত হোসেনের বাড়ি তপসিয়া থানার তিলজলা এলাকায় শমীরের বাড়ি সামসুল হুদা রোডে। সরফরাজেরে বাড়ি এন্টালি থানার অন্তর্গত কনভেন্ট লেনে এছাড়া ধৃতদের তালিকায় রয়েছে কড়েয়া থানার ব্রাইট স্ট্রিটের মহম্মদ জুবায়ের (২৯) আসিফ আলি (২৯) পুলিশের জালে আরশাদ আলি (২৮) তার বাড়ি বাড়ি বেনিয়াপুকুর থানার অন্তর্গত ঘোড়া চাঁদ লেনে

খাস কলকাতায় বসে অবৈধ কল সেন্টার চালানোর অভিযোগ, পুলিশের জালে ১০