Kolkata Metro (Photo Credit: X@airnewsalerts)

কলকাতাঃ সপ্তাহের শুরুতেই যাত্রী ভোগান্তি। মেট্রো (Metro) সূচিতে বড় বদল। সোমবার রাতেই প্রেস বিজ্ঞপ্তি দিয়ে একথা জানিয়েছে কলকাতা মেট্রো রেল (Kolkata Metro Rail) কর্তৃপক্ষ। এদিন রাতে মেট্রোরেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, আজ মঙ্গলবার থেকে পার্পল লাইনে অর্থাৎ জোকা-মাঝেরহাট রুটে দেরিতে চলবে মেট্রো। যান্ত্রিক ত্রুটি মেরামতির জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেট্রো রেল কলকাতা জানিয়েছে, প্রতিদিনের মতো ২৪ মিনিট অন্তর নয়, জোকা-মাঝেরহাট লাইনে মঙ্গলবার ৪০ মিনিট অন্তর মিলবে মেট্রো। আরও পড়ুনঃ দক্ষিণবঙ্গে বর্ষা আসতে এখনও দেরি, বজায় থাকবে তীব্র গরম ও অস্বস্তি জানাল আবহাওয়া দফতর

সপ্তাহে শুরুতেই মেট্রো যাত্রীদের ভোগান্তি, জানুন কেন?

এদিন জোকা-মাঝেরহাট লাইনে আপ, ডাউন মিলিয়ে মোট ৩৮টি মেট্রো চলবে। উল্লেখ্য, গত ১৩ মে থেকে এই লাইনে আপ ও ডাউন মিলিয়ে মোট ৬২ টি মেট্রো চলে। স্বাভাবিকের থেকে পরিষেবা কমিয়ে দেওয়ার যাত্রীদের হাতে সময় নিয়ে বেরনোর কথা জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ। মেট্রোরেল সূত্রে খবর, রোজের মতোই মঙ্গলবার সকাল ৮টা থেকে জোকা হয়ে রওনা দিয়েছে প্রথম মেট্রো। মাঝেরহাট থেকে এটি ফিরেছে ৮.২০ নাগাদ। জোকা থেকে শেষ মেট্রোটি চলবে রাত ৮টায়। মাঝেরহাটে শেষ মেট্রো রয়েছে রাত ৮ টা ২০ মিনিট পর্যন্ত।

মঙ্গলে শহরে যাত্রী ভোগান্তি, মেট্রো সূচিতে বদল, কমানো হল পরিষেবা