Karnataka: ক্যানসার আক্রান্ত ছেলের চিকিৎসা চালাতে গাড়ি চুরি করেন প্রাক্তন পুলিশকর্মী!
Police (Photo Credits: IANS)

বেঙ্গালুরু, ২২ ফেব্রুয়ারি: ক্যানসারে আক্রান্ত ছেলেকে সুস্থ করতে গাড়ি চুরি শুরু করেছিলেন। এই অপরাধে প্রাক্তন পুলিশকর্মীকে গ্রেপ্তার করল কর্ণাটক পুলিশ। ধৃতর নাম নাজির আহমেদ ইমরান ওরফ পিলাকল ইমরান।তিনি কেরালার বাসিন্দা বছর ৬১-র ইমরান বাহরিনে পুলিশ কর্মচারী হিসেবে নয় বছর কাজ করেছেন। গত ১৪ বছরে এনিয়ে দ্বিতীয়বার তিনি গ্রেপ্তার হলেন। ছেলে র্যানসারে আক্রান্ত হলে তার চিকিৎসার জন্য প্রচুর অর্থের প্রয়োজন পড়ে। সেই টাকা জোগাড়ের জন্য পেশাদার গাড়ি চোর বনে যান ইমরান। এর আগে ২০০৮ সালে একবার গ্রেপ্তারও হয়েছেন। পরে জামিনে মুক্তি পান। আরও পড়ুন-Ashi Singh Dons Red Bridal Attire: লাল রঙে কনের সাজে নজর কাড়লেন 'মিত' তারকা অশি সিং, দেখুন ছবি

তবে জেল থেকে ছাড়া পেয়ে ফের চুরি শুরু করেন তিনি। সম্প্রতি সার্ভিস সেন্টার থেকে SUV চুরি করে পুলিশের নজরে পড়েন। হাই গ্রাউন্ড থানা এলাকা থেকে চুরি হওয়া দুটি বাইকও বাজেয়াপ্ত হয়েছে। পুলিশি জেরায় ইমরান জানিয়েছেন, ছেলের চিকিৎসার জন্য তিনি এই অপরাধ করে চলেছেন। গাড়ি চুরির পর ভু্য়ো তথ্যপ্রমাণ বানিয়ে সেই গাড়ি বিক্রি করাই ছিল তাঁর কাজ। পুলিশ জানিয়েছে, ধৃত বেঙ্গালুরুর বিভিন্ন এলাকা ও কেরালায় অপারেশন চালাত। গোটা বিষয়টি জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।