নয়াদিল্লিঃ কর্ণাটকে (Karnataka) হাড় হিম করা ঘটনা। মেয়েকে খুন (Murder Case) করে আত্মঘাতী (Suicide) মা। ঘটনাটি ঘটেছে কর্ণাটকের শিবমোজ্ঞায়। মৃত মহিলার নাম শ্রুতি। বয়স ৩৮। একই ঘর থেকে উদ্ধার হয় ১২ বছরের মেয়ে পূর্বিকার দেহ। মানসিক অবসাদের জেরেই এই পরিণতি বলে অনুমান পুলিশের।
জানা গিয়েছে, শ্রুতির স্বামী একটি ল্যাবে টেকনিশিয়ান হিসেবে কর্মরত। ওই হাসপাতালেরি কোয়ার্টারে স্ত্রী সন্তানকে নিয়ে থাকতেন তিনি। গতকাল অর্থাৎ শুক্রবার নাইড ডিউটি সেরে কোয়ার্টারে ফেরেন তিনি। অনেক ডাকাডাকি করে কেউ দরজা না খুললে দরজা ভাঙতে বাধ্য হন তিনি। দরজা ভেঙে ভিতরে ঢুকেই দেখেন বিছানার উপর পড়ে রয়েছেন মেয়ে আর সেই বিছানার উপরেই ঝুলন্ত অবস্থায় রয়েছে স্ত্রীর দেহ। এরপরই খবর দেওয়া হয় পুলিশে। এরপর শিবমোজ্ঞা থানার পুলিশ এসে মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। কোনও ভারী বস্তু দিয়ে মাথায় আঘাত অরে খুন করা হয়েছে পূর্বিকাকে এমনটাই প্রাথমিকভাবে অনুমান। এই ঘটনায় শ্রুতির স্বামী জানান, দীর্ঘদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন স্ত্রী। চিকিৎসাও চলছিল। কিন্তু সে যে এই ঘটনা ঘটাবে তার আঁচ পাননি তিনি।
মানসিক অবসাদের বলি! মেয়েকে খুন করে আত্মঘাতী মা
Karnataka Woman Murders 12-Year-Old Daughter, Then Kills Self https://t.co/XLwv1jl6IT pic.twitter.com/TD8pW078cx
— NDTV (@ndtv) October 3, 2025