Karnataka CM Decision: DK Shivakumar or Siddaramaiah (Photo Credits: Twitter)

বেঙ্গালুরু, ১৭ মেঃ কর্ণাটক বিধানসভা নির্বাচনে (Karnataka Assembly Election 2023) বিজেপিকে (BJP) অনায়াসে মাত দিয়ে নিরঙ্কুশ ভোটে জয় লাভ করতে খুব একটা ঝক্কি পোয়াতে হয়নি কংগ্রেসকে (Congress)। তবে জয়লাভের পর মুখ্যমন্ত্রী নির্বাচন (Karnataka CM Decision) নিয়ে শুরু হয় মূল জল্পনা। কর্ণাটকের পরবর্তী মুখ্যমন্ত্রীর আসনে কে বসবেন তাই নিয়ে নির্বাচন ফলাফলের পর থেকেই দীর্ঘ আলোচনা চলছে। কর্ণাটকের নতুন মুখ্যমন্ত্রীর দৌড়ে রয়েছেন কন্নড় রাজ্যের দুই হেভিওয়েট নেতা। একজন কর্ণাটক কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমার (Karnataka Congress Chief DK Shivakumar) এবং অপরজন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া (Siddaramaiah)।

দফায় দফায় দিল্লিতে (Delhi) হয়ে চলেছে মুখ্যমন্ত্রী নির্বাচনের (Karnataka CM Decision) জন্যে বৈঠক। নিজের জমি কেউ এক চুলও ছাড়তে রাজি নন। তিন দিন আগে থেকেই দিল্লিতে গিয়ে হাজির হয়েছেন সিদ্দারামাইয়া। অন্যদিকে শিবকুমার দিল্লি গিয়েছেন মঙ্গলবার। তবে আর জল্পনা নয় বুধ কিংবা বৃহস্পতিবারের মধ্যেই কর্ণাটকের পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করা হবে বলেই বুধবার জানান, কংগ্রেস নেতা রণদীপ সুরজেওয়ালা। এদিন তিনি এও জানিয়েছেন, আগামী ৪৮-৭২ ঘণ্টার মধ্যে গঠিত হবে নতুন মন্ত্রীসভাও।

কর্ণাটকে মুখ্যমন্ত্রী পদে কে বসবেন সেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে (Congress President Mallikarjun Kharge)। বুধবার সাংবাদিকদের সামনে রণদীপ বলেন, 'মুখ্যমন্ত্রী নির্বাচন নিয়ে আলোচনা চলছে। সিদ্ধান্ত নেওয়া হয়ে গেলেই ঘোষণা করা হবে। আগামী ৪৮-৭২ ঘণ্টার মধ্যে নতুন মন্ত্রীসভা গঠন করা হবে'। অন্যদিকে রাজনৈতিক মহলের একাংশ ধরেই নিয়েছেন কর্ণাটকের পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন সিদ্দারামাইয়া। যদিও এদিনের সাক্ষাৎকারে সেই ধারনা একাবারেই উড়িয়ে দিয়েছেন তিনি।