বেঙ্গালুরু, ২৯ জুলাই: Karnataka Chief Minister BS Yediyurappa wins trust vote through voice vote। কর্নাটকে সিংহাসন দখলের নাটকের অবসান। প্রত্যাশামতই আস্থা ভোটে জিতে আসন মজবুত করলেন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা। আজ কর্নাটক বিধানসভায় ধ্বনি ভোটে (Voice Vote) ইয়েদুরাপ্পার জয়ে দীর্ঘ বেশ কয়েকদিন ধরে চলা নাটকের অবসান হল।
এর আগে দক্ষিণ ভারতে বিজেপি-র প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে ২০০৭ সালে কর্নাটকের সিংহাসনে বসেছিলেন ইয়েদুরাপ্পা। প্রথমবার ক্ষমতায় বসে ইয়েদু-র সরকার মাত্র ৭দিন টিকেছিল। তারপর ২০০৮ সালে তিন বছরের জন্য কর্নাটকে সরকার চালান ইয়েদু। গত বছর ৬দিন মুখ্যমন্ত্রী থাকার পর, আস্থা ভোটে হারেন। এবার নিয়ে চতুর্থবার মুখ্যমন্ত্রী পদে বসলেন।
Karnataka Chief Minister BS Yediyurappa wins trust vote through voice vote. pic.twitter.com/DvzzMmYCqa
— ANI (@ANI) July 29, 2019
গতকাল, ১৪ জন বিক্ষুব্ধ বিধায়কের সদস্যপদ বাতিল হওয়ায় ইয়েদুরাপ্পার আস্থা ভোটে জয় অনেকটা সহজ হয়ে গিয়েছিল। ২২৫ সদস্যের বিধানসভা ২০৮-এ নেমে এসেছিল। আরও পড়ুন-ছোবল খেয়ে পাল্টা সাপকে কামড়ে, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি মদ্যপ ব্যক্তি
ফলে ১০৫টি আসনে জিতলেই আস্থা জেতা হয়ে যেত বিজেপি-র মুখ্যমন্ত্রীর। প্রসঙ্গত, গত মঙ্গলবার আস্থা ভোটে ৯৯-১০৫ ভোটেই হেরেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী কুমারস্বামী। তারপরই গত শুক্রবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন ইয়েদুরাপ্পা।
আজ, আস্থা ভোট জুড়ে বেঙ্গালুরুতে ১৪৪ ধারা জারি করা হয়। সকাল ৬টা থেকে মধ্যরাত পর্যন্ত শহরজুড়ে ১৪৪ ধারা জারি থাকবে। কুমারস্বামীর আস্থা ভোটের সময়ও ১৪৪ ধারা জারি করা হয়েছিল।