মুম্বই, ১৭ জুলাইঃ ইন্টারনেট কখনও দেবতা আবার সেই ইন্টারনেটই কখনও যমরাজ। জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সমস্ত কিছুই এখন একটা ক্লিকের অপেক্ষায়। ইউটিউব দেখে দাঁতের ব্যাথার চিকিৎসা করতে গিয়ে বেঘোরে মৃত্যু হল এক যুবকের। চুল ঝরে পড়া, মুখের ব্রণর সমস্যা সব সমাধানের জন্যে ভরসা এখন ইউটিউব (YouTube)। তেমনই ইউটিউবকে ভরসা করে দাঁতের ব্যাথার চিকিৎসা করাতে গিয়ে বিষাক্ত দানা খেয়ে মৃত্যু হল ঝাড়খণ্ড (Jharkhand) হাজারীবাগের অজয় মাহাতোর (২৬)।
আরও পড়ুনঃ একের পর এক তরুণীদের লাগাতার ধর্ষণ, আত্মহত্যা, রহস্য উন্মোচনে সাংবাদিক, প্রকাশ্যে ‘আজমের ৯২’ ট্রেলার
মৃতের পরিবার সূত্রে খবর, শনিবার আচমকাই শরীর খারাপ করে অজয়ের। এরপর হাজারীবাগের এক চিকিৎসাকেন্দ্রে নিয়ে আসা হয় তাঁকে। চিকিৎসকরা অজয়কে দেখেই মৃত বলে জানিয়ে দেন। মৃত যুবকের বাবা চিকিৎসককে জানান, দাঁতের ব্যাথা কমানোর জন্যে ইউটিউবে ভিডিয়ো (YouTube Video) দেখে ছেলে করবী (অলিয়েন্ডার) ফুলের বীজ খেয়েছিল। তা খাওয়ার পরেই অসুস্থ বোধ করেন অজয়। হাজারীবাগ চিকিৎসাকেন্দ্রের এক চিকিৎসক জানান, করবী ফুলের বীজ সাংঘাতিক বিষাক্তকর। ব্যবহারের সঠিক উপায় না জেনে খেলে যে কারুর মৃত্যু হতে পারে। হাসপাতাল নিয়ে আসার পথেই মৃত্যু
হয়েছে অজয়ের।