Representational Image (Photo Credits: PTI)

চটি পরে স্কুলে গিয়েছিল কিশোরী সেটাই ছিল তার 'দোষ এর জন্য সকলের সামনে গালে চড় কষান স্কুলের প্রিন্সিপাল কিন্তু তার পরিণতি যে এত ভয়াবহ হবে তা বুঝতে পারেনি কেউ একমাস পর হাসপাতালে মৃত্যু হল ছাত্রীর

ঘটনাটি ঘটেছে, ঝাড়খণ্ডে মৃত ছাত্রীর নাম দিব্যা কুমারী স্কুলের একটি বিশেষ অনুষ্ঠানে চটি পরে আসায় তাকে সকলের সামনে বেধড়ক মারধর করেন স্কুলের প্রিন্সিপাল ইন চার্জ দ্রৌপদী মিনজ সকলের সামনে ঘটে যাওয়া এই ঘটনা মেন নিতে পারেনি ওই পড়ুয়া খুব বেশি আঘাত না পেলেও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে সে প্রথম কয়েকদিন একেবারে চুপ হয়ে গিয়েছিল সে পরে ক্রমে অবসাদে ভুগতে থাকে সে একটা সময়ের পর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয় সেখানেই মঙ্গলবার মৃত্যু হয় তার মেয়ের মৃত্যুর পরই প্রিন্সিপালের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করে পরিবার মানসিক নির্যাতনের অভিযোগ দায়ের করা হয় এছাড়া প্রিন্সিপালের গ্রেফতারির দাবিতে স্কুলের সামনের সড়ক অবরোধ করা হয় প্রায় তিন ঘণ্টার জন্য অবরুদ্ধ হয়ে যায় গোটা সড়ক এরপর পুলিশি হস্তক্ষেপে সে অবরোধ ওঠে অন্যদিকে ছাত্রীর মৃত্যুতে মুখে কুলুপ এঁটেছেন প্রিন্সিপাল

চটি পরে স্কুলে আসায় পড়ুয়াকে থাপ্পড় প্রিন্সিপালের, মানসিক অবসাদের জেরে মৃত্যু ছাত্রীর