ভাইরাল ভিডিয়ো (ছবিঃX)

নয়াদিল্লিঃ গলায় জুতোর মালা পরিয়ে চোরকে রাস্তায় ঘুরিয়ে ফের বিতর্কে জড়াল জম্মু কাশ্মীর পুলিশ (Jammu And Kashmir Police)। চোর (Thief) সন্দেহে এক যুবককে রাস্তায় হাঁটাতে বাধ্য করা হয় বলে অভিযোগ। গাড়ির সামনে বসিয়ে তাঁকে এলাকায় এলাকায় ঘোরানো হয় বলেও বিস্ফোরক অভিযোগ উঠেছে জম্মু কাশ্মীর পুলিশের বিরুদ্ধে। এই মুহূর্তের একটি ছবি ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় নিন্দের ঝড়। গোটা ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে প্রশাসন।

ফের বিতর্কে জড়াল জম্মু কাশ্মীর পুলিশ

জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে জম্মু কাশ্মীরের বক্সি নগর থানা এলাকায়। স্থানীয় সূত্রে খবর, ওষুধ কেনার জন্য টাকা চুরি করেছিলেন ওই যুবক। এরপরই তাঁকে গ্রেফতার করে পুলিশ। হাতে হাতকড়া পরিয়ে পুলিশ জিপের বনেটে বসিয়ে ওই ব্যক্তিকে গোটা এলাকা ঘোরানো হয়। তাঁর গলায় ঝুলিয়ে দেওয়া হয় জুতোর মালা। এখানেই শেষ নয়, মাইকে ব্যবহার করে সকলকে পুলিশ জানায়, ওষুধ কেনার জন্য ৪০ হাজার টাকা চুরি করেছেন এই ব্যক্তি। তাই তাঁকে গ্রেফতার করা হয়েছে। সোশ্যাল মিডিয়াতে এই মুহূর্তের ছবি ভাইরাল হতেই পুলিশের আচরণ নিয়ে উঠেছে প্রশ্ন। পুলিশের এই আচরণকে 'অমানবিক' বলে আখ্যা নেটিজেনদের একাংশের। এই ঘটনা জানাজানি হতেই সাফাই দিতে এগিয়ে আসে জম্মু কাশ্মীর পুলিশ। পুলিশকর্মীদের এই আচরণকে 'অপেশাদার' তা স্বীকার করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। সেই সঙ্গেই এই ঘটনার সঙ্গে জড়িত আধিকারিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে প্রশাসনের তরফে।

এই ঘটনার তদন্তের ভার তুলে দেওয়া হয়েছে ডেপুটি পুলিশ সুপার পদমর্যাদার এক আধিকারিকের হাতে। তদন্ত করে সাতদিনের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্দজে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

গলায় জুতোর মালা পরিয়ে রাস্তায় চোরকে ঘুরিয়ে বিপাকে পুলিশ, সোশ্যাল মিডিয়ায় নিন্দের ঝড়