শ্রীনগর, ১২ অগাস্টঃ মাঝ রাতে সেনা শিবির থেকে বিকট গুলির আওয়াজ। উদ্ধার কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্স জওয়ানের রক্তাক্ত মৃতদেহ। জম্মু কাশ্মীরের (Jammu and Kashmir) পুলওয়ামা জেলায় (Pulwama) সেল চেরসুর কাছে সেনা শিবির থেকে গুলিবিদ্ধি সিআরপিএফ (CRPF) জওয়ানের মৃত্যুকে প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই অনুমান করছেন পুলিশ কর্মকর্তারা।
আরও পড়ুনঃ মেঘভাঙা বৃষ্টিতে হিমাচলের রাস্তাঘাটের বেহাল দশা, দুর্ঘটনার মুখে সিমলাগামী যাত্রী বোঝাই বাস
জানা যাচ্ছে, মৃত জওয়ানের নাম অজয় কুমার। শুক্রবার গভীর রাত তখন ২ আচমকা সেনাঘাঁটি থেকে এক বিকট শব্দ শুনতে পান অন্যান্য জওয়ানরা। তড়িঘড়ি তাঁরা সেখানে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন অজয় কুমার। দক্ষিণ কাশ্মীর জেলার আওয়ান্তিপোরা এলাকায় চেরসুতে জওয়ানের অস্বাভাবিক মৃত্যুর কারণ তদন্ত করছে পুলিশ।