Jagdeep Dhankhar (Photo Credit: Twitter)

নয়াদিল্লি: প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar) সম্প্রতি রাজস্থানের প্রাক্তন বিধায়ক হিসেবে পেনশনের (Pension) জন্য আবেদন করেছেন। জগদীপ ধনখড় রাজস্থানের একজন অভিজ্ঞ রাজনীতিবিদ। তাঁর রাজনৈতিক যাত্রা শুরু হয়েছে ১৯৮০-এর দশক থেকে। ২০১৯ সালের জুলাই মাস পর্যন্ত তিনি প্রাক্তন বিধায়ক হিসেবে পেনশন পেয়ে যাচ্ছিলেন। তবে পশ্চিমবঙ্গের রাজ্যপাল নিযুক্ত হওয়ার পর (২০১৯) এই পেনশন বন্ধ হয়ে যায়। সম্প্রতি তিনি উপরাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগের পর আবার পেনশনের জন্য আবেদন করেছেন। রাজস্থান বিধানসভার সভাপতি বাসুদেব দেবনানি বলেছেন, ‘আবেদন পাওয়া গিয়েছে এবং নিয়মানুসারে প্রক্রিয়া চলছে।’

আরও পড়ুন: Javier Milei: ভোট প্রচারে বেরিয়ে আক্রান্ত হলেন মেসির দেশের প্রেসিডেন্ট জাভিয়ের মাইলে

ধনখড়ের উপরাষ্ট্রপতি পদের মেয়াদ শেষ হওয়ার আগে (২০২৭) এবং স্বাস্থ্যজনিত কারণ উল্লেখ করে পদত্যাগ করায় রাজনৈতিক মহলে জল্পনা জারি রয়েছে। অনেকে মনে করছেন, এর পেছনে বিজেপির অভ্যন্তরীণ রাজনীতি বা অন্য কোনো কারণ থাকতে পারে। ধনখড়ের পেনশনের আবেদনের বিষয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। কিছু বিশ্লেষক মনে করছেন, উপরাষ্ট্রপতির মতো উচ্চপদ থেকে পদত্যাগ করে পেনশনের জন্য আবেদন করা ‘অপ্রত্যাশিত’ এবং রাজনৈতিক কৌশল হতে পারে। আবার কেউ এটিকে ধনখড়ের পক্ষ থেকে আর্থিক সুরক্ষা নিশ্চিত করার একটি পদক্ষেপ হিসেবে মনে করছেন, কারণ তিনি এখন কোনো সরকারি পদে নেই এবং প্রাক্তন উপরাষ্ট্রপতি, তিনি সাংসদ এবং বিধায়ক হিসেবে একাধিক পেনশন পাওয়ার পূর্ণ অধিকারী।