Javier Milei: ভোটপ্রচারে গিয়ে আক্রান্ত আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ের মাইলে। তাঁকে লক্ষ্য করে পাথর, বোতল এবং অন্যান্য বস্ত্র ছুড়িয়ে হামলা চালানো হল। টনাটি ঘটে বুয়েন্স আইরেস প্রদেশের লোমাস দে জামোরা এলাকায়। একের পর এক দুর্নীতি কাণ্ডে দেশের মানুষের একাংশের ক্ষোভের মুখে পড়ছেন আর্জেন্টিনার ট্রাম্প হিসাবে পরিচিত মাইলেকে। প্রেসিডেন্ট মাইলে একটি হুডখোলা পিক-আপ ট্রাকের পিছনে দাঁড়িয়ে ভোটপ্রচারের অংশ হিসাবে সমর্থকদের অভিবাদন জানাচ্ছিলেন ও বই স্বাক্ষর করছিলেন, তাঁর সঙ্গে ছিলেন কারিনা মাইলে (ভাইয়ের সহচর ও সচিব) ও অন্যান্য কর্মকর্তারা।
ঠিক কী ঘটেছিল
আচমকা বিক্ষোভকারীরা পাথর, বোতল, গাছের গুঁড়ি ও শাকসবজি ছুড়তে শুরু করে। একটি পাথর ট্রাকের হুড-এ লাগলে, অন্যান্যগুলো মাইলে ওদের মাথার উপরে দিয়ে চলে যায়। নিরাপত্তা বাহিনী দ্রুত তাঁকে রক্ষা করে, বর্মযুক্ত গাড়িতে তুলে নিয়ে দ্রুত নিরাপদ স্থানে পৌঁছে দেয়।
দেখুন খবরটি
🇦🇷 VIDEO: Argentine president speaks out after being pelted with stones
Javier Milei condemns an "abhorrent" incident in which he was pelted with stones while campaigning near Buenos Aires by demonstrators protesting a corruption scandal involving his sister. pic.twitter.com/TdRCvfPUXo
— AFP News Agency (@AFP) August 30, 2025
এরপর কী হয়
একই সঙ্গে সভা দ্রুত শেষ করে দেওয়া হয়, বিক্ষোভকারীদের মধ্যে "দূরে যাও, মাইলে!" স্লোগান শোনা যায়। সেপ্টেম্বর ৭-এ প্রাদেশিক বিধানসভা নির্বাচন ও অক্টোবর ২৬-এ জাতীয় মধ্যমেয়াদি নির্বাচন। মাইলের পারফরম্যান্স এখানে বড় পরীক্ষার মুখে।