নয়াদিল্লিঃ গাজ়া ইজ়রায়েল (Gaza Israel War) যুদ্ধবিরতি নিয়ে আগেই ইঙ্গিত দিয়েছিলেন। এবার যুদ্ধবিরতির খবররে সিলমোহর দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। মার্কিন প্রেসিডেন্টের দাবি, ৬০ দিনের যুদ্ধবিরতির শর্ত মেনে নিয়েছে ইজ়রায়েলের। এরপর গাজ়ায় ৬০ দিনের যুদ্ধবিরতি হবে বলে দাবি ট্রাম্পের।
গাজ়া ইজ়রায়েল যুদ্ধবিরতি নিয়ে কী জানালেন ট্রাম্প?
ট্রুথ সোশ্যালে ট্রাম্প পোস্ট করে জানান, গাজ়া নিয়ে ইজ়রায়েলের আধিকারিকদের সঙ্গে তাঁর প্রতিনিধিদের বৈঠক হয়। এই বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। যদিও এই বৈঠকে দু'তরফের কোন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন তা জানাননি ট্রাম্প।
এদিন ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, "৬০ দিনের যুদ্ধবিরতি চূড়ান্ত করার জন্য সম্মতি জানিয়েছে ইজ়রায়েল। এই সময়ের মধ্যে যুদ্ধ থামানোর চেষ্টা করব আমারা।শান্তি প্রতিষ্ঠায় এগিয়ে আসা কাতার ও মিশর যুদ্ধবিরতিকালে নিজেদের মতো করে কাজ করবে। আমি আশা করি, পশ্চিম এশিয়ায় ভাল চেয়ে হামাস এই চুক্তিতে রাজি হবে। কারণ যুদ্ধ কোনও সমস্যার সমাধান নয়, এতে আরও দেশের ক্ষতি হয়।" তবে ট্রাম্পের এই ঘোষণার পর হামাসের তরফ থেকে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
মধ্যস্থতায় রাজি ইজ়রায়েল, শান্তি ফিরবে গাজ়ায়, পশ্চিম এশিয়া নিয়ে বড় ঘোষণা ট্রাম্পের
Israel agreed to finalise 60-day ceasefire in Gaza, says Donald Trump
Read @ANI Story | https://t.co/XU2HsdsgU1 #DonaldTrump #Gaza pic.twitter.com/S6BjZWvBr9
— ANI Digital (@ani_digital) July 2, 2025