IRCTC New Guidelines (Photo Credits: Wikimedia Commons)

IRCTC New Guidelines: রাতের বেলা দূরপাল্লার ট্রেনে যাতায়াতকারী যাত্রীদের জন্যে নয়া নির্দেশিকা জারি করল ভারতীয় রেল (Indian Railway)। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই এই নতুন গাইডলাইন তৈরি করেছে রেল মন্ত্রক। দিনের বেলার মতোই রাতের বেলার দূরপাল্লার ট্রেনগুলোতে সমান পরিমাণ লোকসমাগম থাকে। দূরদূরান্তে যাতায়াতের জন্যে যাত্রীরা অনেক ক্ষেত্রেই রাতের ট্রেনকেই বেছে নেন। যাতে যাত্রারা রাতেই মিটে যায়। অনেক সময়ে আবার ৩০ ঘণ্টা, ৩৬ ঘণ্টা ট্রেন জার্নি করতে হয় যাত্রীদের। সে ক্ষেত্রে রাতগুলো যাত্রীদের ট্রেনেই কাটে।

রাতের দূরপাল্লার ট্রেনে যাতায়াতকারী যাত্রীদের সুরক্ষা এবং সুবিধার কথা মাথায় রেখে ভারতীয় রেল বেশ কিছু নতুন নিয়ম জারি করেছে (IRCTC New Guidelines)। চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক সেই সমস্ত গাইডলাইন গুলো…

IRCTC-র নতুন নিয়ম…

১) ট্রেনের কামরায় ধূমপান, অ্যালকোহল পান করা যাবে না। জনসাধারণের গ্রহণযোগ্যতার বিরুদ্ধে কোন কাজ করা যাবে না।

২) ট্রেনের মধ্যে কোন যাত্রী মোবাইলে উচ্চস্বরে কথা বলতে পারবেন না।

৩) হেডফোন ছাড়া জোরে জোরে গান শোনা যাবে না।

রাত ১০টার পর জারি করা নতুন নিয়ম…

১) রাত ১০ টার পর টিটিই (TTE) যাত্রীদের টিকিট চেক করতে আসতে পারবেন না।

২) রাত ১০ টার পর ট্রেনে খাবার পরিবেশন করা যাবে না।

৩) রাত ১০ টার পর ট্রেনের মধ্যে কোন যাত্রী আলো জ্বালিয়ে রাখতে পারবেন না। কেবল জ্বলবে ট্রেনের রাতের আলো।

IRCTC- লাগেজ নিয়ম…

AC কোচে ভ্রমণকারী যাত্রীরা সর্বাধিক ৭০ কেজি লাগেজ বহন করতে পারবেন। স্লিপার ক্লাসে ৪০ কেজি এবং সেকেন্ড ক্লাসে ৩৫ কেজি লাগেজ বিনামূল্যে বহন করতে পারেবেন যাত্রীরা। এছাড়া অতিরিক্ত টাকা ব্যয় করে AC ক্লাসে ১৫০ কেজি, স্লিপার ক্লাসে ৮০ কেজি এবং সেকেন্ড ক্লাসে ৭০ কেজি লাগেজ বহন করা যাবে।