PM Wishes Indira

নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আগামীকাল(১৯-১১-২৫) ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ১০৮ তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে তিনি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন।শান্তিনিকেতনে পড়াশুনা চলাকালীন সময়ে তিনি কবিগুরুর সান্নিধ্য লাভ করেন। কবিগুরু ইন্দিরা গান্ধীর নাম দিয়েছিলেন প্রিয়দর্শিনী। অল্প বয়সেই ইন্দিরা গান্ধী রাজনীতির সঙ্গে যুক্ত হন। ইন্দিরা গান্ধী ছিলেন ভারতের একমাত্র মহিলা প্রধানমন্ত্রী।

তাঁর জন্মদিনে এক্স হ্যান্ডেলে শ্রদ্ধার্ঘ্য জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-

ইন্দিরা গান্ধীর জন্মদিন উপলক্ষে আজ প্রদেশ কংগ্রেস কার্যালয় বিধান ভবনে আয়োজিত অনুষ্ঠানে ইন্দিরা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে। ইন্দিরা গান্ধীর জন্মদিন উপলক্ষে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল ফাউন্ডেশন ও কলকাতা পুরসভার যৌথ উদ্যোগে বিড়লা তারা মণ্ডলের বিপরীতে একুশে উদ্যানে আয়োজিত অনুষ্ঠানে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হবে। ইন্দিরা গান্ধীর জন্মদিন উপলক্ষে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি ৩৯ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করবে।