আগরতলা, ২২ সেপ্টেম্বরঃ মাঝ আকাশে বিমানের আপৎকালীন দরজা খুলে ঝাঁপ দেওয়ার চেষ্টা অবসাদগ্রস্থ যাত্রীর। যার জেরে গতকাল বৃহস্পতিবার গুয়াহাটি থেকে ত্রিপুরাগামী (Agartala) ইন্ডিগো বিমানে (IndiGo) এক বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়। ইন্ডিগো 6E-457 বিমানের আপৎকালীন দরজা খুলে ঝাঁপ দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে এক যাত্রী বিরুদ্ধে। পশ্চিম ত্রিপুরার জিরানিয়ার বাসিন্দা অভিযুক্ত বিশ্বনাথ দেবনাথকে (৪১) গ্রেফতার করেছে বিমানবন্দর পুলিশ।
আরও পড়ুনঃ শাহরুখ-কার্তিকের পর মুম্বইয়ের লালবাগচা রাজার দর্শনে স্বামী ড্যানিয়েলের সঙ্গে সানি লিওন, দেখুন
সংবাদ সংস্থা সূত্রে খবর, অভিযুক্ত বিশ্ববাথ দীর্ঘদিন ধরে অবসাদে ভুগছিলেন। এদিন মাঝ আকাশে বিমানের আপৎকালীন দরজা খুলে নিজে আত্মহত্যার চেষ্টা করার পাশাপাশি বিমানে উপস্থিত ১০০ জনেরও বেশি যাত্রীর জীবন ঝুঁকি তৈরি করার অপরাধে গ্রেফতার হয়েছেন বিশ্বনাথ। বিমান আগরতলা বিমানবন্দরে (Agartala Airport) অবতারণের পরেই গ্রেফতার হন যাত্রী।
দেখুন বিমানের ভিতরের চিত্র...
Quick thinking and unity prevailed on Indigo flight 6E-457 today! 🙌 While preparing for landing at MBB ARP, a passenger named Biswajit Debnath (41) attempted to open the door mid-flight. 👀 Kudos to fellow passengers for their swift response, ensuring everyone's safety. ✈️👏… pic.twitter.com/WfsKHYu7JK
— Tejinder Singh Sodhi 🇮🇳 (@TejinderSsodhi) September 21, 2023
ঘটনা প্রসঙ্গে এক পুলিশ কর্মী জানান, আজ শুক্রবার অভিযুক্তকে আদালতে তোলার কথা। বিমানের আপতকালীন দরজা খুলে ঝাঁপ দেওয়ার চেষ্টার অভিযোগ স্বীকার করে নিয়েছেন বিশ্বনাথ। তিনি যে অবসাদে ভুগছেন সে কথাও জানিয়েছেন নিজেই। বিষয়টির তদন্ত চলছে। তিনি আরও জানান, এদিন বেলা ১টা নাগাদ ইন্ডিগো বিমানটি তার গন্তব্য আগরতলা বিমানবন্দরের (মহারাজা বীর বিক্রম এয়ারপোর্ট) রানওয়ে থেকে ১৫ মাইল দূরে ছিল, ঠিক তখনই আপৎকালীন দরজা খুঁজে যাত্রীদের জীবন ঝুঁকি পরিস্থিতির সৃষ্টি করেন অভিযুক্ত। অবসাদের কারণেই এমন আচরণ স্বীকারোক্তি অভিযুক্ত যাত্রীর।