নতুন দিল্লি, ৪ জুন: বৃহস্পতিবার দেশে করোনা আক্রান্তের সংখ্যা (coronavirus cases) ২ লক্ষ ১৬ হাজার ৯১৯। স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট বলছে, গতকাল সারা দিনে দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৩০৪ জন। মৃত্যু হয়েছে ২৬০ জনের। মোট আক্রান্তের মধ্যে ১ লক্ষ ৬ হাজার ৭৩৭ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্যদিকে ১ লক্ষ চার হাজার ১০৭ জন সুস্থ হয়েছে বাড়ি ফিরেছেন। সবমিলিয়ে মৃতের সংখ্যা ৬ হাজার ৭৫। মৃতদের মধ্যে একজনের দেহ বিদেশে পাঠানো হয়েছে। বুধবার আইসিএমআর জানিয়েছে, এখনও পর্য়ন্ত দেশে ৪২ লক্ষ ৪২ হাজার ৭১৮টি নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ১ লক্ষ ৩৯ হাজার ৪৮৫টি নমুনা পরীক্ষা হয়েছে।
দেশের মধ্যে সবথেকে খারাপ অবস্থায় রয়েছে মহারাষ্ট্র। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৭৪ হাজার ৮৬০। যার মধ্যে ৩৯ হাজার ৯৩৫ জন হাসপাতালে ভর্তি আছেন। গতকাল রাজ্যে একদিনে ১২২ জনের কোভিডে মৃত্যু হয়েছে, যা রেকর্ড। সবমিলিয়ে মহারাষ্ট্রে করোনায় মৃত ২ হাজার ৫৮৭ জন। বৃহন্মুম্বই পুরসভার রিপোর্ট বলছে, গত সারাদিনে শুধু মুম্বইতেই আক্রান্ত হয়েছেন ১,২৭৬ জন। সবমিলিয়ে এই শহরে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪৩ হাজার ২৬২। গতকাল ৪৯ জনের মৃত্যু হয়েছে। কোভিডে মুম্বইয়ে মোট মৃত ১,৪১৭ জন। আরও পড়ুন-George Floyd: পুলিশি অত্যাচারে শ্বাসরোধেই মৃ্ত্যু হয়েছে কোভিড-১৯-এ আক্রান্ত জর্জ ফ্লয়েডের, চূড়ান্ত অটোপসি রিপোর্ট
This is the highest single day spike in the number of #COVID19 cases (9304) & deaths (260) in India. https://t.co/EZBy0XFGNt
— ANI (@ANI) June 4, 2020
জন হপকিন্স ইউনিভার্সিটির রিপোর্ট অনুযায়ী, বিশ্বে মোট করোনা আক্রান্ত ৬.৪ মিলিয়ন ছাড়িয়েছে। মৃতের সংখ্যা ৩ লক্ষ ৮৫ হাজার। বিশ্বে সবথেকে বেশি আক্রান্ত রয়েছে মার্কিন মুলুকে। সেখানে মোট আক্রান্ত ১৮ লক্ষ ৫১ হাজার ৫৩০ জন। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১ লক্ষ ৭ হাজার ১৪৮ জন।