Photo Credits: Wikimedia Commons

হায়দরাবাদ: উত্তর ও মধ্য আরব (Arabian Sea) সাগর থেকে এডেন উপসাগর (Gulf of Aden) এলাকা পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চলে বিভিন্ন বাণিজ্যিক ভারতীয় জাহাজের উপর হামলা চালিয়ে দখল করার চেষ্টা করে জলদুস্যরা (Piracy Attacks)। সম্প্রতি তিনটি জাহাজে ড্রোন হামলার (drone strikes) ঘটনাও ঘটেছে। এই রকমের পরিস্থিতির মোকাবিলা করতে ১০টির বেশি রণতরী (warships) মোতায়েন করেছে ভারতীয় নৌসেনা। আরও পড়ুন: Suchana Seth: বাবার সঙ্গে কথার কয়েক ঘণ্টার মধ্যে খুন, কাশির ওষুধ খাইয়ে ছেলেকে শেষ করে সূচনা?

জলদুস্যদের হামলা সম্পর্কে হায়দরাবাদে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভারতীয় নৌ সেনার প্রধান অ্যাডমিরাল আর হরি কুমার (Indian Navy Chief Admiral R Hari Kumar) বলেন, "আমরা এখনও পর্যন্ত এই হামলাগুলো কোথা থেকে হচ্ছে তা শনাক্ত করতে পারিনি। আমরা তিনটি জাহাজে থাকা ড্রোনগুলির ধ্বংসাস্তূপ (debris) সংগ্রহ করে সেগুলি পরীক্ষা করছি।" আরও পড়ুন: Bharat Nyay Yatra: মণিপুরে 'ভারত ন্যায় যাত্রা' করতে পারবেন না রাহুল গান্ধী? মিলল না অনুমতি

দেখুন ভিডিয়ো: