Indian Railwway Logo (Photo Credit: Wikipedia)

উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে জানিয়েছে, নিউ হাফলং-জাতিঙ্গা লামপুর সেকশনে রেলপথে ভূমিধসের কারণে গত সন্ধ্যা থেকে দক্ষিণ আসাম, ত্রিপুরা, মণিপুর এবং মিজোরাম এবং গুয়াহাটি হয়ে দেশের বাকি অংশের মধ্যে ট্রেন পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে।

লামডিং-বদরপুর হিল সেকশনর জাটিঙ্গা লামপুর ও নিউহাফলং স্টেশনের মধ্যবর্তী ১০৮/৭-৮ কিলোমিটার অংশে হাফলং-শিলচর ২৭ নম্বর জাতীয় সড়ক থেকে বড় বড় পাথর কাদা মাটি ও জল রেলওয়ে ট্র্যাকে এসে পড়ায় পাহাড় লাইনে বেশ কয়েকটি ট্রেন বাতিল করেছেন উত্তরপূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ।

গতকাল সোমবার হাফলং-শিলচর ২৭ নম্বর জাতীয় সড়কের জাটিঙ্গা হারাঙ্গাজাও অংশের জাটিঙ্গা লামপুর অংশে ভূমি ধসের জেরে একটি পণ্যবাহী লরি আটকে পড়েছে। এদিকে ওই জাতীয় সড়কের নীচে রয়েছে লামডিং-বদরপুরগামী রেল লাইন।

ডিমা হাসাও জেলায় বৃষ্টির জেরে জাতীয় সড়কের ওই অংশ ভেঙে এখন বড় বড় পাথর কাদা মাটি ও জল রেলওয়ে ট্র্যাকে এসে পড়ায় পাহাড় লাইনে কয়েকটি ট্ৰেন চলাচল বাতিল করা হয়েছে।

২০২২ সালে একইভাবে পাহাড় লাইনের জাটিঙ্গা লামপুর ও নিউহাফলং স্টেশনের মধ্যে ১০৮/৭-৮ কিলোমিটারে জাতীয় সড়ক ভেঙে রেলওয়ে ট্র্যাকের ওপর এসে পড়ায় বেশ কিছুদিন পাহাড় লাইনে ট্রেন চলাচল বন্ধ ছিল। এ নিয়ে উত্তরপূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ জাতীয় সড়ক কর্তৃপক্ষকে ব্যবস্থা গ্রহণের কথা জানালেও জাতীয় সড়ক কর্তৃপক্ষ এ নিয়ে কোনও পদক্ষেপ গ্রহণ করেননি। তবে উত্তরপূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ সমগ্র বিষয়টির ওপর তীক্ষ্ণ নজর রেখে।

আজ একইভাবে জাতীয় সড়ক ভেঙে রেলওয়ে ট্র্যাকে পাথর মাটি জল এসে রেল লাইন বন্ধ হওয়ার জেরে উত্তরপূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ পাহাড় লাইনে ২৩ এবং ২৪ জুন বেশ কয়েকটি ট্রেনের যাত্রা বাতিল করে দিয়েছেন। বাতিলকৃত ট্ৰেনগুলি ১৫৬১৫ নম্বর গুয়াহাটি-শিলচর এক্সপ্রেস, ১৫৬১১ নম্বর রঙিয়া-শিলচর এক্সপ্ৰেস, ১৫৬১২ নম্বর শিলচর-রঙিয়া এক্সপ্ৰেস, ১৫৬১৭ নম্বর গুয়াহাটি-দুল্লভছড়া এক্সপ্ৰেসস, ১৫৬১৮ নম্বর দুল্লভছড়া-গুয়াহাটি এক্সপ্ৰেস, ১৪০৩৭ নম্বর শিলচর-নিউদিল্লি সম্পর্কক্রান্তি এক্সপ্রেস, ০৫৬৩৭ নম্বর শিলচর-নাহরলগুন এক্সপ্রেস।

এদিকে ০৫৬৩৮ নম্বর শিলচর-নাহরলগুন যাত্রীবাহী ট্রেনের যাত্রা নিউহারাঙ্গাজাও স্টেশন থেকে শিলচর নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া ১২৫১৩ নম্বর সেকেন্দ্রাবাদ-শিলচর এক্সপ্রেসকে লামডিঙে নিয়ন্ত্রণ করা হয়েছে। ট্রেনটির আংশিক যাত্রা লামডিং-শিলচরের মধ্যে বাতিল করেছে এনএফ রেল।

১২৫০১ নম্বর কলকাতা-আগরতলা এক্সপ্রেসকে গুয়াহাটিতে নিয়ন্ত্রিত করে গুয়াহাটি-আগরতলার মধ্যে যাত্রা বাতিল করা হয়েছে। ২০৫০১ নম্বর আগরতলা-আনন্দবিহার তেজস এক্সপ্রেসকে বদরপুর স্টেশনে নিয়ন্ত্রণ করে ওই ট্রেনটি বদরপুর থেকে আনন্দবিহার পর্যন্ত যাত্রা বাতিল করা হয়েছে। ১২৫১৯ নম্বর লোকমান্য তিলক আগরতলা এক্সপ্রেসকে গুয়াহাটিতে নিয়ন্ত্রণ করে তার যাত্রা গুয়াহাটি-আগরতলার মধ্যে আংশিক বাতিল করা হয়েছে।

১৩১৭৫ নম্বর শিয়ালদহ-শিলচর ট্রেনকে লামডিং স্টেশনে নিয়ন্ত্রিত করার পাশাপাশি লামডিং-শিলচরের আংশিক যাত্রা বাতিল থাকবে, জানিয়েছেন উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে কর্তৃপক্ষ।