কলকাতা: সমুদ্রে মাছ ধরতে বেরিয়ে সিত্রাংয়ের (SITRANG) কবলে পড়ে মৃত্যু হতে বসেছিল ২০ জন বাংলাদেশি মৎস্যজীবীর ( Bangladeshi fishermen)। কিন্তু, ঠিক সময়ে ত্রাণকর্তার মতো বঙ্গোপসাগর থেকে তাঁদের জীবন রক্ষা করলেন ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর সদস্যরা (Indian Coast Guard)।
একটি টুইটার অ্যাকাউন্ট থেকে এই ঘটনার কথা উল্লেখ করে একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। তার ক্যাপশনে লেখা হয়েছে, ২৫ অক্টোবর সিত্রাং ঘূর্ণিঝড়ের পরে ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর সদস্যরা আন্তর্জাতিক জলসীমান্তের কাছে তল্লাশি ( surveillance) ও উদ্ধার কার্যের (rescue operation) জন্য অভিযান চালাচ্ছিলেন। ঠিক সেইসময়ে তাঁদের চোখে পড়ে যে ২০ জন বাংলাদেশি মৎস্যজীবী সমুদ্রের জলে ভাসছেন। সঙ্গে সঙ্গে খুব অল্প সময়ের মধ্যে তাঁদের উদ্ধার করে ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর জাহাজে আশ্রয় দেওয়া হয়।
Co-ordinated search and rescue operation, Indian Coast Guard rescued 20 Bangladeshi fishermen on 25 Oct within a short span of time, after these fishermen were sighted by Coast Guard Dornier ,which was on surveillance sortie, post landfall of cyclone “SITRANG”.@news18dotcom pic.twitter.com/nMI2Hy710l
— Kamalika Sengupta (@KamalikaSengupt) October 26, 2022