আমেদাবাদে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ (India vs West Indies 2022) শুরুর আগেই ভারতীয় শিবিরে করোনাভাইরাসের (Coronavirus) বড় থাবা। ভারতের তিন খেলোয়াড় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাঁরা হলেন শিখর ধাওয়ান (Shikhar Dhawan), রুতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad) এবং শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। তিন খেলোয়াড় ছাড়াও স্ট্যান্ডবাই প্লেয়ার বোলার নভদীপ সাইনি (Navdeep Saini), ফিল্ডিং কোচ টি দিলীপ, সিকিউরিটি লিয়াঁজো অফিসার বি লোকেশ এবং দলের স্পোর্টস ম্যাসেজ থেরাপিস্ট রাজীব কুমারও সংক্রমিত হয়েছেন।
বিসিসিআই সচিব জয় শাহ এক বিবৃতিতে জানিয়েছেন, বোর্ডের মেডিকেল টিমের তত্ত্বাবধানে রয়েছেন কোভিড আক্রান্ত খেলোয়াড়রা। আক্রান্ত ব্যক্তিরা সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত আইসোলেশনে থাকবেন। বোর্ডের এক কর্তা সংবাদসংস্থা পিটিআইকে বলেছেন যে খেলোয়াড়রা কোভিড আক্রান্ত হয়েছেন, তাঁরা মূলত উপসর্গহীন। আরও পড়ুন: Team India: ভারতীয় ক্রিকেট দলে করোনার হানা, ধাওয়ান-শ্রেয় সহ টিম ইন্ডিয়ার আট সদস্যের কোভিড রিপোর্ট পজেটিভ!
The All-India Senior Selection Committee has added Mayank Agarwal to India’s ODI squad after seven members, including three players of Team India (Senior Men) tested positive for COVID-19 following three rounds of RT-PCR testing: BCCI
— ANI (@ANI) February 3, 2022
করোনা আক্রান্ত হওয়াতে ওডিআই সিরিজে শিখর ধাওয়ানকে পাওয়া যাবে না। তিনি টি-২০ দলে সুযোগ পাননি। অন্যদিকে, রুতুরাজ গায়কোয়াড দেড় বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো করোনভাইরাসের জন্য ইতিবাচক পরীক্ষা করেছেন। অল-ইন্ডিয়া সিনিয়র সিলেকশন কমিটি মায়াঙ্ক আগরওয়ালকে ভারতের ওডিআই দলে যুক্ত করেছে।