নয়াদিল্লি: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শনিবার গালা ডিনারের আয়োজন করেন। সেখানে ভারত বিশ্বের কাছে দেশের বৈচিত্র্যময় সঙ্গীত ঐতিহ্য প্রদর্শন করেছে। বিশেষ গুরুত্ব দেওয়া হয় 'গন্ধর্ব অটোদ্যম' (Gandharva Atodyam) সঙ্গিতে। পাশাপাশি গুরুত্ব পেয়েছিল হিন্দুস্তানি সঙ্গীত, লোকসংগীত ও কর্ণাটক সঙ্গীত। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন দুর্লভ বাদ্যযন্ত্রের ব্যবহার হয়েছে যা দেশের অনন্য সঙ্গীত ঐতিহ্যকে তুলে ধরেছে। এই যন্ত্রগুলির মধ্যে রয়েছে সুরসিঙ্গার, মোহন বীণা, জলতরং, জোড়িয়া পাওয়া, ধঙ্গালি, দিলরুবা, সারঙ্গী, কামাইচা, মাত্তা কোকিলা বীণা, নলতরং, তুংবুক, পাখাওয়াজ, রাবাব, রাবনহাট্টা, থাল দানা, রুদ্র বীণা ইত্যাদি।
দেখুন টুইট
G20 in India | At the gala dinner hosted by President Droupadi Murmu, India showcased its diverse musical heritage to the world. It witnessed the usage of traditional music from all across the country. The key highlight was ‘Gandharva Atodyam’. It is a unique musical medley… pic.twitter.com/08zUo48FZB
— ANI (@ANI) September 10, 2023