গোয়া: নরেন্দ্র মোদী (Narendra Modi) আজ গোয়ায় (Goa) ভারত শক্তি সপ্তাহ ২০২৪ (Bharat Shakti Week 2024)-এর উদ্বোধন করলেন। গোয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) বলেন, ‘বিশ্ব জুড়ে বিশেষজ্ঞরা বিশ্বাস করছেন যে ভারত শীঘ্রই বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে। ভারত তৃতীয় বৃহত্তম তেল গ্রাহক এবং তৃতীয় বৃহত্তম এলপিজি গ্রাহক। আমরা বিশ্বের চতুর্থ বৃহত্তম এলএনজি আমদানিকারক, চতুর্থ বৃহত্তম শোধক এবং চতুর্থ বৃহত্তম অটোমোবাইল বাজার। টু-হুইলার এবং চার চাকার গাড়ি বিক্রিতে ভারতে নতুন রেকর্ড তৈরি হচ্ছে । ইভির চাহিদা ক্রমাগত বাড়ছে। এটাও অনুমান করা যাচ্ছে যে ভারতের প্রাথমিক শক্তির চাহিদা ২০৪৫ সালের মধ্যে দ্বিগুণ হবে...’
আরও পড়ুন: King Charles Cancer : কিং চার্লসের দ্রুত আরোগ্য কামনায় পোস্ট প্রধানমন্ত্রীর
দেখুন ভিডিও
#WATCH | India Energy Week 2024 in Goa: PM Modi says "Experts across the world believe that India will soon become the third largest economy in the world. Energy sector is important in this growth story of India. India is already the third-largest energy consumer in the world.… pic.twitter.com/atwYELZHO8
— ANI (@ANI) February 6, 2024
উল্লেখ্য গোয়ায় বিভিন্ন দেশের ১৭ জন মন্ত্রী, ৩৫ হাজারেরও বেশি অংশীদার এবংন’শোরও বেশি প্রদর্শক অংশ নিয়েছেন।