নয়াদিল্লি: সোমবার নয়াদিল্লিতে (New Delhi) শুরু হল ভারত (India) ও বাংলাদেশের (Bangladesh) ১৮তম জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠক (18th Joint Working Group meeting)। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে (Ministry of Home Affairs) নিরাপত্তা ও সীমান্ত সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় বসেছেন দুই দেশের উচ্চপদস্থ আধিকারিকরা।
বিভিন্ন সময় অনুপ্রবেশ-সহ বিভিন্ন বিষয় নিয়ে সাময়িক উত্তেজনা তৈরি হয় ভারত ও বাংলাদেশের সীমান্তে মোতায়েন বিএসএফ (BSF) ও বিজিবি (BGB)-র মধ্যে। কখনও কখনও চোরাচালান আটকানোর জন্য বিএসএফের গুলিতে মৃত্যু বা জখম হওয়ার ঘটনা ঘটে বাংলাদেশ সীমান্তে। এর পাশাপাশি বাংলাদেশ ও ত্রিপুরার মাটিকে ব্যবহার করে বিভিন্ন মাদক পাচারের ঘটনাও ঘটে বলে অভিযোগ। এই সমস্ত বিষয়-সহ দুই দেশের সীমান্তে পারস্পরিক সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে ১৮ তম জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠকে আলোচনা হবে বলে সূত্রের খবর। সোমবার ও মঙ্গলবার ভারত এবং বাংলাদেশের আধিকারিকদের মধ্যে এই বৈঠক নর্থ ব্লকে চলবে।
The 18th Joint Working Group (JWG) meeting on Security and Border Management between India and Bangladesh is currently underway at the Ministry of Home Affairs (MHA), in Delhi.
— ANI (@ANI) December 5, 2022
The 18th Joint Working Group (JWG) meeting on Security and Border Management between India and Bangladesh is currently underway at the Ministry of Home Affairs (MHA), in Delhi. pic.twitter.com/u3qoxEu2YQ
— ANI (@ANI) December 5, 2022