নয়াদিল্লিঃ নূন্যতম দশম শ্রেণী পাশ হলেই যে পরীক্ষার আবেদন করা যায় তাতে পিএইচডি(PHD) –মাস্টার্স ডিগ্রিধারী, ইঞ্জিনিয়ার (Engineer) থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ভিড়। হ্যাঁ, মধ্যপ্রদেশের বেকারত্ব ঠিক এমন জায়গাতেই পৌঁছেছে। সে রাজ্যে পুলিশ কনস্টেবলের ৭ হাজার পদের জন্য আবেদন পড়েছে ৯ লক্ষ ৩৯ হাজারের বেশি। একটি পোস্টে গড়ে আবেদন ১৩ হাজার। আবেদনকারীদের মধ্যে ৪২ জন পিএইচডি ডিগ্রিধারী। এছাড়া ১২ হাজার ইঞ্জিনিয়ার এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ার রয়েছেন। চাকরি মিললে বেতন হবে ১৯ হাজার থেকে ৬২ হাজার টাকা। জানা গিয়েছে, গত ১৫ সেপ্টেম্বর এই পদের জন্য আবেদন নিতে শুরু করে মধ্যপ্রদেশ এমপ্লয়িজ় সিলেকশন বোর্ড। এত পরিমাণ আবেদন আসতে থাকে যে আবেদনের সময়সীমা বাড়িয়ে ৬ অক্টোবর পর্যন্ত করা হয়। লেখা পরীক্ষা হবে আগামী ৩০ অক্টোবর। তারপর শাারীরিক পরীক্ষা নেওয়া হবে মধ্যপ্রদেশ পুলিশের তরফে। এরপর থাকবে ডকুমেন্টস ভেরিফিকেশনের পালা। সব ঠিকমতো হয়ে গেলে আগামী বছরের জুনের মধ্যেই নিয়োগ শুরু হবে। মধ্যপ্রদেশের এই ঘটনা ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় নানা রকম লেখালেখি শুরু হয়েছে। তরুণ প্রজন্মের ভবিষ্যৎ ও বেকারত্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন অনেকেই। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত মুখ খোলেনি মধ্যপ্রদেশ প্রশাসন।
বাড়ছে বেকারত্ব, কনস্টেবলের চাকরির দৌড়ে পিএইচডি ডিগ্রিধারী ও ইঞ্জিনিয়াররা
13,000, Including PhDs, Compete for 1 Constable Post In Madhya Pradesh https://t.co/tEiTjB3gq1 pic.twitter.com/dEtVQh39Ra
— NDTV (@ndtv) October 7, 2025