সনাতন ধর্ম নিয়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিনেরর (M K Stalin) ছেলে উদয়নিধি স্টালিনের (Udhayanidhi Stalin) করা মন্তব্যের জেরে বিজেপি এবং হিন্দু সানাতনবাদীদের মধ্যে প্রবল অস্বস্তি তৈরি হয়েছে। স্টালিন পুত্রের মন্তব্যকে সমর্থন জানিয়েছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গের পুত্র প্রিয়ঙ্ক খড়্গে (Mallikarjun Kharge Son Priyank Kharge)। উত্তরপ্রদেশের রামপুরে উদয়নিধি এবং প্রিয়ঙ্কের বিরুদ্ধে দুই আইনজীবী দায়ের করল এফআইআর। ধর্মীয় বিশ্বাসে আঘাত এবং সাম্প্রদায়িক বিষ ছড়ানোর অভিযোগ তুলে ভারতীয় দণ্ডবিধির অধীনে ২৯৫ এ এবং ১৫৩ ধারায় স্টালিন পুত্র এবং খড়্গে পুত্রের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়েছে। জানা যাচ্ছে, হর্ষ গুপ্ত এবং রাম সিংহ লোধি নামের দুই আইনজীবী এই এফআইআর দায়ের করেছেন।
যদিও নিজের মন্তব্যে অনড় দুই মন্ত্রীই। থানায় অভিযোগ প্রসঙ্গে প্রিয়ঙ্ক খড়্গে (Priyank Kharge) জানান, 'আমার কিছু যায় আসে না। তাদের যা ইচ্ছা তারা করুক। আমার বক্তব্য খুব স্পষ্ট। আমি কোনও নির্দিষ্ট ধর্মের বিরুদ্ধে নয়। আমি কেবল বলেছি, যে ধর্ম সমতার প্রচার করে না, আমার মতে তা ধর্ম নয়। সংবিধান আমার ধর্ম। আমার বক্তব্যে যদি উত্তরপ্রদেশে কারুর কোনো সমস্যা থাকে তাহলে সেটা আমার দেখার বিষয় নয়'।
#WATCH | On FIR registered against him and TN Minister Udayanidhi Stalin in Rampur, Uttar Pradesh, Karnataka Minister Priyank Kharge says "I don't care, they can do what they want, my statement is very clear. It is not against any particular religion. I had stated that any… pic.twitter.com/jfHdturq4F
— ANI (@ANI) September 6, 2023
শনিবার চেন্নাইয়ের একটি সভায় বক্তৃতা রাখতে দিয়ে স্টালিন পুত্র উদয়নিধি বলেন, 'কিছু জিনিসের প্রতিবাদ করা যায় না। সেগুলির অবলুপ্ত ঘটানো দরকার। আমরা ডেঙ্গু, ম্যালেরিয়া কিংবা করোনার বিরোধিতা করতে পারি না। আমরা সেটা নির্মূল করি। ঠিক সেভাবেই আমাদের সনাতন ধর্মকে নির্মূল করতে হবে'।