নয়াদিল্লি: হায়দরাবাদের (Hyderabad) মহাবুবপেট এলাকায় মর্মান্তিক ঘটনা ঘটেছে। একটি পরিবারের পাঁচ সদস্যের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতরা হলেন, উপ্পারি লক্ষ্মাইয়া (৬০), তাঁর স্ত্রী উপ্পারি ভেঙ্কটাম্মা (৫৫), তাঁদের মেয়ে কবিতা (২৪), জামাই অনিল (৩২) এবং তাঁদের দুই বছরের নাতি অপ্পু। এই পরিবারটি মূলত কর্ণাটকের গুলবার্গা জেলার বাসিন্দা এবং গত ছয় বছর ধরে হায়দরাবাদে বসবাস করছিল।
পুলিশের প্রাথমিক তদন্তে ধারণা, এটি আত্মহত্যার ঘটনা হতে পারে. সম্ভবত আর্থিক সমস্যার কারণে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে এবং সাইবারাবাদ পুলিশের ক্লু টিম ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহ করছে। মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারের কিছু আত্মীয় ঘটনাস্থলে পৌঁছলেও মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে তাঁরা কিছু জানেন না বলে জানিয়েছেন। তদন্ত চলছে।