নয়াদিল্লিঃ প্রতিবেশীর সঙ্গে পরকীয়ায় (Extra Marital Affair) মগ্ন স্ত্রী (Wife)। সব জানতে পেরে দাঁড়িয়ে থেকে নিজের দুই সন্তানের মায়ের সঙ্গে প্রেমিকের বিয়ে দিলেন স্বামী। সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল (Viral)হল বিয়ের ভিডিয়ো (Wedding Video)। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh)ফারুখাবাদে। ওই ব্যক্তির নাম পাপ্পু। স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে ফারুখাবাদেই থাকতেন পাপ্পু। সম্প্রতি গ্রামেরই এক যুবকের সঙ্গে সম্পর্কে জড়ান তাঁর স্ত্রী। প্রেমিক তাঁর স্ত্রীর থেকে বয়সে অনেকটাই ছোট এবং বেকার। কিন্তু বয়সে ছোট সেই যুবকের প্রেমে হাবুডুবু খাচ্ছিলেন পাপ্পুর স্ত্রী। আর তা জানতে পেরেই স্ত্রীর সঙ্গে তাঁর প্রেমিকের বিয়ে দিয়ে দিলেন পাপ্পু নামে ওই যুবক।
প্রেমিকের হাতে স্ত্রীকে তুলে দিলেন যুবক, ভাইরাল ভিডিয়ো
জানা গিয়েছে, স্ত্রীর পরকীয়ার কথা গোটা গ্রামে জানাজানি হয়ে যাওয়ার পর সমাজে মুখ দেখাতে পারছিলেন না পাপ্পু। তাই শেষমেশ এই সিদ্ধান্ত নিতে বাধ্য হন। স্বামীর সামনেই হাসি মুখে প্রেমিকের গলায় মালা দেন ওই তরুণী। দুই সন্তানকে রেখে প্রেমিকের হাত ধরে নতুন জীবন শুরু করেন তরুণী। প্রসঙ্গত, সম্প্রতি উত্তরপ্রদেশে আরও একটি এই ধরনের ঘটনা ঘটে। প্রেমিকের সঙ্গে স্ত্রীর বিয়ে দেন যুবক। তবে তিনি স্বীকার করেন, মিরাটে সৌরভ রাজপুত হত্যাকাণ্ড দেখে তিনি ভীত। তাই স্ত্রীর আগে প্রাণ! তাই নিজের ভালবাসাকে অন্যের হাতে তুলে দেন তিনি। উল্লেখ্য, মিরাটে স্ত্রী ও তার প্রেমিকের হাতে খুন হতে হয় প্রাক্তন মার্চেন্ট নেভি অফিসারকে।
পরকীয়ায় মগ্ন স্ত্রী, দাঁড়িয়ে থেকে প্রেমিকের সঙ্গে অর্ধাঙ্গিনীর বিয়ে দিলেন স্বামী
Farrukhabad: Husband Gets Wife Married To Her Lover in UP After Learning About Her Affair, Attends Their Wedding Ceremony (Watch Video)https://t.co/YnlnlOzTWU#Farrukhabad #Marriage #UttarPradesh @askrajeshsahu
— LatestLY (@latestly) April 10, 2025