নয়াদিল্লি: উত্তরপ্রদেশের জারওয়াল শহরের এক মহিলা অযোধ্যার (Ayodhya) উন্নয়ন নিয়ে যোগী (CM Yogi Adityanath) ও মোদীর (PM Modi) প্রশংসা করায় ক্ষুব্ধ হয়ে তিন তালাক (Triple Talaq—Divorce) দিলেন স্বামী। অভিযোগ পেয়ে পুলিশ ওই মহিলার স্বামীসহ আটজনের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।
ভুক্তভোগী মহিলা মরিয়ময়ের বাবা জানিয়েছেন, এক সপ্তাহ আগে তাঁর মেয়ে অযোধ্যা বেড়াতে গিয়েছিলেন, অযোধ্যার সৌন্দর্য দেখে মেয়ে যোগী ও মোদীর প্রশংসা করায় তাঁর স্বামী ক্ষুব্ধ হয়ে তাঁকে মারধোর করে বাপের বাড়ি পাঠিয়ে দেন। এরপর মরিয়াম শ্বশুর বাড়িতে ফিরে গেলে স্বামী আরশাদ তাঁকে ফের মারধোর করে তিন তালাক দেন।
কী বললেন মরিয়ম দেখুন
Bahraich, UP: Mariam has filed a case after her husband, Arshad, gave her a triple talaq—divorce—following her praise of PM Modi and CM Yogi Adityanath for Ayodhya's development. Legal action is underway against her husband pic.twitter.com/o1DiHbP40m
— IANS (@ians_india) August 23, 2024
মহিলার অভিযোগের ভিত্তিতে ও এসপি বৃন্দা শুক্লার নির্দেশে পুলিশ স্বামী আরশাদ, শাশুড়ি, শ্বশুর, শ্যালক, ভগ্নিপতিসহ আটজনের বিরুদ্ধে মামলা করেছে। থানার ওসি জানিয়েছেন, তদন্ত সাপেক্ষে গ্রেফতার করা হবে।