কলকাতাঃ সংশোধিত ওয়াকফ আইনের (Waqf Bill 2025) বিরোধিতায় উত্তপ্ত মুর্শিদাবাদ (Murshidabad)। হিংসার আগুন ছড়িয়েছে দিকে-দিকে। মুর্শিদাবাদের সামসেরগঞ্জে বাবা-ছেলেকে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে। পুড়িয়ে দেওয়া হয়েছে দোকানপাট-বাড়িঘর। আতঙ্কে ঘর ছাড়া বহু মানুষ। মুর্শিদাবাদ জুড়ে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী। এবার মুর্শিদাবাদের ঘটনায় আসরে নামতে চলেছে জাতী মানবাধিকার কমিশন। পরিস্থিতি খতিয়ে দেখতে মুর্শিদাবাদে বিশেষ দল পাঠাচ্ছে এনএইচআরসি, এমনটাই জানানো হয়েছে তাদের তরফে।
মুর্শিদাবাদের পরিস্থিতি খতিয়ে দেখতে আসছে মানবাধিকার কমিশনের বিশেষ দল
জানা গিয়েছে, মুর্শিদাবাদে হিংসার ঘটনায় আগেই জাতীয় মানবাধিকার কমিশনের কাছে অভিযোগ জমা পড়েছিল। সেই অভিযোগের ভিত্ততেই মুর্শিদাবাদে তদন্তকারী দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। মুর্শিদাবাদ এসে পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখবে এই বিশেষ তদন্তকারী দল। পরিস্থিতি খতিয়ে দেখে তিন সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দেবে এই দল। তারপরই প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে জাতীয় মানিবাধিকার কমিশনের পক্ষ থেকে। তবে কবে মুর্শিদাবাদে আসবে এই বিশেষ তদন্তকারী দল, তার আভাস পাওয়া যায়নি।
আরও পড়ুনঃ থমথমে মুর্শিদাবাদ, অবশেষে গ্রেফতার সামশেরগঞ্জের বাবা-ছেলে খুনের ২ অভিযুক্ত
প্রসঙ্গত, সংশোধিত ওয়াকফ আইনের বিরোধীতাকে কেন্দ্র করে উত্তপ্ত মুর্শিদাবাদ। হিংসার আগুন ছড়িয়েছে সুতি, ধুলিয়ান, সামশেরগঞ্জ সহ একাধিক এলাকায়। আতঙ্কে সাধারণ মানুষ। ভেঙে দেওয়া হয়েছে ঘরবাড়ি, দোকানপাট। ভিটেমাটি হারিয়ে গ্রাম ছেড়েছেন বহু মানুষ।। মৃত্যু হয়েছে তিন জনের। তার মধ্যে দু'জনকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে। তবে এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে। নতুন করে হিংসার ঘটনা ঘটেনি। ইতিমধ্যেই ২২১ জনক গ্রেফতার করেছে পুলিশ।
মুর্শিদাবাদের পরিস্থিতি খতিয়ে দেখতে আসরে নামছে জাতীয় মানবাধিকার কমিশন
Watch #TheNews with @Ankit_Tyagi01 | Bangladeshi Infiltrators' Role In Bengal Waqf Protests, Says Probe: Sources; Human Rights Body Team To Visit Murshidabadhttps://t.co/zQzFeKbAul
NDTV's @aishvaryjain reports pic.twitter.com/cvEWArIixZ
— NDTV (@ndtv) April 15, 2025