11 Month Baby Girl Miraculously Survives Flood in Himachal (Photo Credits: X)

মান্ডি, ৬ জুলাইঃ মেঘভাঙা বৃষ্টিতে লণ্ডভণ্ড অবস্থা হিমাচল প্রদেশের Himachal Pradesh)। গত কয়েকদিন ধরে একটানা বৃষ্টি হচ্ছে রাজ্য জুড়ে। যার জেরে ধস, হড়পা বানে বহু প্রাণ গিয়েছে। রাজ্য প্রশাসনের তরফে জানানো হয়েছে, গত ২০ জুন থেকে এখনও পর্যন্ত হিমাচলে ৭২ জন মারা গিয়েছেন। এছাড়াও নিখোঁজ অনেকে। চলছে উদ্ধার অভিযান। বন্যা কবলিত হিমাচলে উদ্ধার অভিযান চলাকালীন সামনে এল এক আশ্চর্যজনক ঘটনা। একটি বাড়ি থেকে উদ্ধার হয়েছে ১১ মাসের একটি শিশু। বন্যায় ভেসে গিয়েছে শিশুটির পরিবার। তবে অক্ষত রয়েছে একরত্তি। ভারী বৃষ্টিপাতের মধ্যে শিশুটির বাবা-মা এবং ঠাকুমা বন্যার ভেসে গিয়েছে বলে জানা যাচ্ছে। তবে অলৌকিকভাবে বেঁচে গিয়েছে সে।

মেঘভাঙা বৃষ্টিতে লণ্ডভণ্ড হিমাচল

গত ৩০ জুন রাতে মান্ডি জেলার সেরাজ বিধানসভা এলাকার একটি বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করেছে উদ্ধারকারী দল। একটানা মুষলধারে বৃষ্টির ফলে মান্ডির বিভিন্ন প্রান্তে হু-হু করে জল ঢুকতে শুরু করে। ভাসিয়ে নিয়ে যায় সমস্ত কিছু। বন্যার জলেই ভেসে গিয়েছে ওই একরত্তির পরিবার।

জানা যাচ্ছে, বন্যায় পরিবার হারানো ওই শিশুর নাম নিকিতা। বয়স সবে ১১ মাস। তার বাবা রমেশ, মা রাধা এবং ঠাকুমা পূর্ণু দেবীকে বাড়ির পিছনের নদীর জল ভাসিয়ে নিয়ে গিয়েছে। পরিবারকে জানার আগেই পরিবার বিয়োগের আকাশ ভেঙে পড়েছে নিকিতার মাথায়।

বন্যায় ভেসে গিয়েছে পরিবার, অক্ষত শিশু

বন্যা কবলিত এলাকা থেকে ১১ মাসের শিশু উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন গোহরের এসডিএম (অতিরিক্ত দায়িত্বে) স্মৃতিকা নেগি। এসডিএম তাকে কোলে নিয়েছেন। তার সঙ্গে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনা সম্পর্কে অজ্ঞ সে। আনন্দ করে  এসডিএম-এর কোলে খেলা করছে একরত্তি। শিশুটিকে আপাতত তার মাসির দায়িত্বে রাখা হয়েছে।