নয়াদিল্লিঃ উত্তরাখণ্ডে (Uttarakhand)ভয়াবহ ভূমিধস(Landslide)। আচমকা ধস নামার ফলে ধৌলিগঙ্গা বিদ্যুৎ প্রকল্পের (Dhauliganga Power Project ) ভিতরে আটকা পড়েছেন অন্তত ১৯ জন শ্রমিক। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, আটকে পড়া শ্রমিকদের সঙ্গে যোগাযোগ করা গিয়েছে। তাঁদের উদ্ধারের কাজ চলছে। জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় বৃষ্টির কারণে প্রবল ধস নামে পিথোরগড়ের ধরচুলার কাছে অবস্থিত ইলাগড় এলাকার ধৌলিগঙ্গা বিদ্যুৎপ্রকল্পে। ধসের কারণে চাঁপা পড়ে যায় সুড়ঙ্গ থেকে বের হওয়ার আপৎকালীন গেট। আর তার ফলেই সেখানে আটকে পড়েন এনএইচপিসি-র ১৯ জন কর্মী। রাতভর তাঁদের উদ্ধারের কাজ চালানো হয়। অত্যাধুনিক মেশিন এনে ধ্বংসাবশেষ সরিয়ে ওই শ্রমিকদের উদ্ধারের চেষ্টা করা হচ্ছে বলে খবর।
উত্তরাখণ্ডে ফের ভূমিধস, সুড়ঙ্গে আটকে ১৯ জন শ্রমিক
সুড়ঙ্গের মধ্যে বন্দি সকল কর্মীরা নিরাপদে রয়েছেন বলে স্থানীয় প্রশাসন সূত্রে খবর। র্ঘটনার খবর প্রকাশ্যে আসার পর স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। উল্লেখ্য, চলতি বছরের বর্ষার অতিবৃষ্টিতে কার্যত লণ্ডভণ্ড হয়ে গিয়েছে উত্তরাখণ্ড। বৃষ্টি, হড়পা বান, ভূমিধসের জেরে ধ্বংস হয়ে গিয়েছে বহু পর্যটনকেন্দ্র। ভিটেমাটি হারিয়ে সর্বহারা হয়েছেন বহু মানুষ। এখনও উত্তরাখণ্ডে দুর্যোগ কমেনি। আগামীতে দুর্যোগের পরিমাণ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে মৌসম ভবনের তরফে।
ধৌলিগঙ্গা বিদ্যুৎ প্রকল্পে আচমকা ভূমিধস, রাতভর সুড়ঙ্গে আটকে ১৯ জন শ্রমিক
Heavy rains triggered a landslide in Uttarakhand’s Pithoragarh district on Sunday, blocking both the regular and emergency tunnels of the National Hydroelectric Power Corporation’s Dhauliganga Power Project. Nineteen people were initially trapped inside, of whom eight were… pic.twitter.com/jClJgDzu0t
— Maktoob (@MaktoobMedia) September 1, 2025