তিন...দুই...এক... ধুম! হ্যাপি নিউ ইয়ার।

২০২৩ কে বিদায় জানিয়ে নতুন বছর ২০২৪ কে মধ্যরাতে স্বাগত জানাল গোটা বিশ্ব। ঘড়ির কাঁটায় রাত ১২ টা বাজতেই আলোর রোশনাইতে নতুন বছরকে স্বাগত জানাল ভারতের  সাধারণ মানুষও। নতুন বছরকে উদযাপন করতে কেউ নেমে পড়লেন রাস্তায় আবার কেউ নানা রকম খাওয়া দাওয়ায় নতুন বছরকে স্বাগত জানালেন।

আজ বছরের প্রথম দিনে সেজে উঠেছে শহর কলকাতাও। স্কুল, কলেজ, অফিসে ছুটির দিন এই ১ জানুয়ারি। তাই ৩১ ডিসেম্বর বেশির ভাগ মানুষই মেতে উঠেছে উদযাপনের আনন্দে। সেজে উঠেছে পার্ক স্ট্রিট, ময়দান, বো ব্যারাকের মতো বিভিন্ন জায়গা। আলোর রোশনাই, বাজি, সব রসদই মজুত আছে। ২ তারিখ থেকে আবার সেই একঘেয়ে জীবনে ফিরে যাওয়া, সেই থোড় বড়ি খাড়া। তাই ৩১ আর ১- এই দুই দিনে যতটা পারা যায় আনন্দ মেখে নিতে চাইছেন সবাই। বহু মানুষ তাঁদের মতো করে বহু প্রত্যাশা নিয়ে নতুন বছর শুরু করতে চলেছেন। অনেকেই অনেক রেজোলিউশন নিচ্ছেন। তবে সে সব কতটা বাস্তবায়িত হবে, তা সময়ই বলবে।

তবে সকাল শুরু করার আগে ইংরেজি নববর্ষ ২০২৪-কে (Happy New Year 2024) স্বাগত জানাতে লেটেস্টলি বাংলার শুভেচ্ছাপত্র পরিবার, পরিজন, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধবকে পাঠিয়ে জানান হ্যাপি নিউ ইয়ার।