গাজা: শুক্রবার থেকে ফের চরম গণ্ডগোল শুরু হয়েছে ইজরায়েল ও হামাস জঙ্গিদের মধ্যে (Hamas-Israel Clash)। হামাসের রকেট হানায় ইজরায়েলের ১০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আৎ ৯০০ জনের বেশি জখম হয়েছেন বলে ইজরায়েল সেনা সূত্রে জানা গেছে। এদিকে ইজরায়েলের বায়ুসেনাও যুদ্ধবিমান নিয়ে হামলায় নেমে পড়েছে গাজায় থাকা হামাস জঙ্গিদের বিভিন্ন ডেরায়।
এর মাঝেই ইজরায়েলের সামরিক মুখপাত্র (Israeli military spokesperson) জানালেন, হামাস জঙ্গিরা (Hamas militants) গাজাতে (Gaza) ইজরায়েলের অনেক সেনা (Israeli soldiers) ও নাগরিককে (civilians) পণবন্দি (hostage) করে রেখেছে। আরও পড়ুন: Israel-Palestine: হামাসের রকেট হামলায় ২২ জন ইজরায়েলির মৃত্যু, জখম ৫০০-র বেশি, কঠিন সময়ে পাশে থাকার বার্তা মোদীর
Israeli military spokesperson confirms that Hamas militants are holding Israeli civilians and soldiers hostage in Gaza, reports AP
— Press Trust of India (@PTI_News) October 7, 2023
রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের পর এবার মুখোমুখি ইজরায়েল (Israel) এবং প্যালেস্তাইন (Palestine)। প্যালেস্তেনীয় সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার জবাবে সরাসরি যুদ্ধ ঘোষণা করল ইজরায়েল। শুক্রবার রাতে ইজরায়েলি সেনা এবং বসতি লক্ষ্য উপর হামাস সন্ত্রাসী বাহিনী হামলা চালায়। মাঝ রাতে রকেটের ধ্বংসলীলায় ঘুম ভাঙে ইজরায়েলবাসীর।
ইজরায়েল এবং প্যালেস্তাইনের যুদ্ধ পরিস্থিতি নিয়ে উদ্বিগ্নতা প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। টুইট করে মোদী লিখেছেন, 'ইজরায়েলের উপর জঙ্গি হামলার সংবাদে খুব আশ্চর্য হচ্ছি। ঘটনায় শিকার হওয়া নিরীহ মানুষ এবং তাঁদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা রইল। এই কঠিন সময়ে আমরা ইজরায়েলের পাশে রয়েছি'।