সুরাট, ২৫ মার্চঃ তুতো দাদার যৌন নিগ্রহের শিকার নাবালিকা। ধর্ষণের জেরে অন্তঃসত্ত্বা নির্যাতিতা। সাত মাসের অন্তঃসত্ত্বা হতেই প্রকাশ্যে আসে গোটা ঘটনা। গুজরাটের মরবি শহরের ঘটনায় একাকায় ঢি ঢি পড়ে গিয়েছে। বাড়ি থেকে গ্রেফতার হয়েছে অভিযুক্ত দাদা।
আরও পড়ুনঃ প্রেমিকের সাহায্যে দুই সন্তানকে খুন করে নদীতে দেহ ভাসালেন মা
একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুসারে, বৃহস্পতিবার হঠাৎই পেটের যন্ত্রণা অনুভব করে নাবালিকা। মায়ের কাছে জানাতে মা তাঁকে ডাক্তারের কাছে নিয়ে যান। চিকিৎসক জানায়, নাবালিকা সাত মাসের অন্তঃসত্ত্বা। এরপরেই নির্যাতিতার পরিবারের তরফে থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়।
পুলিশকে নির্যাতিতা নাবালিকা জানায়, গত বছর আগস্ট মাসে তার তুতো দাদা ধর্ষণ করে তাকে। সেদিন তার বাড়িতে কেউ ছিল না। আর সেই সুযোগে নাবালিকার ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে অভিযুক্ত। ধর্ষণের বিষয়ে মুখ না খোলার হুমকিও দেয় সে। শুক্রবার অভিযুক্ত তুতো দাদা রঞ্জিতকে গ্রেফতার করেছে পুলিশ।