দেশ বিদেশের নানা প্রান্তে আবার মাথাচাড়া দিয়ে উঠছে করোনা ভাইরাস (Corona Virus)। বাড়ছে আক্রান্তের সংখ্যা। সেই সঙ্গে হাসপাতালে জমছে কোভিডে মৃতের (Covid Death) স্তূপ। একাধিক দেশে ক্রমবর্ধমান কোভিড সংক্রমণের নিরিখে বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকদের নিয়ে নীতি আয়োগের একটি বৈঠক আয়োজন করা হয়েছিল। কোভিডবিধি না মানলে ‘বাতিল’ হবে ভারত জোড়ো যাত্রা, রাহুলকে চিঠি কেন্দ্রের
করোনা (Covid 19) এখনও শেষ হয়নি তাই সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে এই বৈঠকে। কোভিড বিধিনিষেধ (Covid Protocols) নিয়ে সরকারকে আরও কড়া হওয়ার নির্দেশও দেওয়া হয়। কোভিড প্রোটোকল না মানলে বন্ধ হবে ভারত জোড়ো যাত্রা, তরজায় স্বাস্থ্যমন্ত্রী ও অশোক গেহলট
দেখুনঃ
Use a mask if you are in a crowded space, indoors or outdoors. This is all the more important for people with comorbidities or are of higher age: Dr VK Paul, Member-Health, NITI Aayog after Union Health Minister's meeting on COVID pic.twitter.com/14Mx9ixIod
— ANI (@ANI) December 21, 2022
নীতি আয়োগের (NITI Aayog) স্বাস্থ্যমন্ত্রক সদস্য ডাক্তার ভি কে পাল বৈঠক শেষে বলেন, মাস্ক সব সময় ব্যবহার করতে হবে, তা সে জনবহুল এলাকা হোক, বাড়ির ভিতর হোক কিংবা বাড়ির বাইরে (Govt Advices To Use Mask)। মাস্ক আবশ্যিক। কোমর্বিডিটি এবং উচ্চ বয়সের লোকেরদের জন্যে এটি আরও গুরুত্বপূর্ণ একটি বিষয়। তিনি আরও বলেন, “এখনও অবধি দেশের মাত্র ২৭-২৮% মানুষই কোভিডের প্রিকশন ডোজ বা বুস্টার ডোজ নিয়েছেন। আমরা অনুরোধ করছি বাকিরা যেন যত দ্রুত সম্ভব বুস্টার ডোজ গ্রহন করেন। বিশেষ করে বয়স্ক মানুষরা”।