নয়াদিল্লিঃ উত্তরপ্রদেশে (Uttar Pradesh) হাড়হিম করা ঘটনা। পোষা ছাগল (Goat) নিয়ে বিবাদের জের। লাঠি দিয়ে মেরে এক ব্যক্তিকে খুন। ইতিমধ্যেই গ্রেফতার এক অভিযুক্ত। বাকিরা পলাতক। বাকিদের খোঁজ চালাচ্ছে পুলিশ। অন্যদিকে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাটি ঘটেছে, উত্তরপ্রদেশের সীতাপুর জেলার দেধভাপুর গ্রামে। মৃতের নাম রাজু। বয়স ৪৫। পেশায় চাষি। এছাড়া দিনমজুরের কাজও করতেন তিনি। স্ত্রী ও পাঁচ সন্তানকে নিয়ে ওই গ্রামেই থাকতেন তিনি।

অভিযোগ, রাজুর পোষা একটি ছাগল একজনের ক্ষেতে ঢুকে যাওয়া নিয়ে বিবাদ শুরু হয়। সেখানেই লাঠি দিয়ে বেধড়ক মারধর শুরু করে তারা। মারধরের চোটে ঘটনাস্থলেই মৃত্যু হয় রাজুর। খবর দেওয়া হয় পুলিশে। এরপর পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়। ঘটনার তদন্তে নেমে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিরা এখনও অধরা। তাদের খোঁজ করছে পুলিশ। অন্যদিকে এই ঘটনায় গোটা গ্রামে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। দোষীদের শাস্তির দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয়রা।

কেন ক্ষেতে ঢুকবে ছাগল? নিরীহ চাষিকে পিটিয়ে খুন প্রতিবেশীর