দিল্লি, ১৭ এপ্রিল: ভারতের জাতীয় পতাকার প্রতীক (Indian National Flag) গালে এঁকে স্বর্ণ মন্দিরে প্রবেশে বাধা পেলেন এক তরুণী। এমন অভিযোগ প্রকাশ্যে আসায় শুরু করায় তা নিয়ে শোরগোল শুরু হয়েছে। গালে তেরঙ্গা আঁকায় কেন ওই তরুণীকে স্বর্ণ মন্দিরে প্রবেশ করতে দেওয়া হল না, তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। যা নিয়ে সোমবার মুখ খোলেন শিরোমণি গুরুদ্বারা প্রবন্ধক কমিটির সম্পাদক গুরুচরণ সিং গ্রেওয়াল। তিনি বলেন, গুরুদ্বারা কমিটি যদি কারও সঙ্গে খারাপ ব্যবহার করে, তাহলে তার জন্য ক্ষমাপ্রার্থী।
গুরুচরণ সিং আরও বলেন, যে মহিলাকে নিয়ে বিতর্ক শুরু হয়েছে, তিনি গালে ভারতের (India) জাতীয় পতাকা আঁকেননি। কারণ ওই তেরঙ্গায় কোনও অশোক চক্র ছিল না। ওই তরুণী যে ছবি এঁকে স্বর্ণ মন্দিরে প্রবেশ করতে যান, তা একটি রাজনৈতিক দলের প্রতীক। প্রত্যেক মন্দির কমিটির নিজস্ব কিছু নিয়ম থাকে। সেই কারণেই ওই তরুণীকে গালে রাজনৈতিক দলের প্রতীক আঁকায় মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয়নি বলে জানান গুরুচরণ।