কলকাতাঃ চলতি বছরের শুরু থেকেই ঊর্ধ্বমুখী সোনার দাম(Gold Price)। লাগাতার বেড়েই চলেছে সোনালী ধাতুর দর। বিশেষ করে বিগত কয়েকদিনের উত্থানপতনের পর মাসের শেষে রেকর্ড হারে বাড়ল সোনার দাম। জেনে নিন, ছুটির বাজারে সোনার দাম বেড়ে কত হল। আজ, ৩১ অগস্ট কলকাতায় ১ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৯৬,২০ টাকা। ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৯৬,২০০ টাকা। অন্যদিকে পাল্লা দিয়ে বেড়েছে ১৪ ক্যারেট সোনার দামও। রবিবার শহরে ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ১ লক্ষ ৪৯৫০ টাকা।
রাজধানী দিল্লিতে ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দর হয়েছে ৯৬,৩৫০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম পড়বে ১ লক্ষ ৫১০০ টাকা। বাণিজ্যনগরী মুম্বইয়ে ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৯৬,২০০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ১ লক্ষ ৪৯৫০ টাকা। পুনেতে ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৯৬,২০০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ১ লক্ষ ৪৯৫০ টাকা। বেঙ্গালুরুতে ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৯৬,২০০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ১ লক্ষ ৪৯৫০ টাকা। আমেদাবাদে ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৯৬,২০০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ১ লক্ষ ৫০০০ টাকা। চেন্নাইয়ে ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৯৬,২০০ টাকা। এছাড়া ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ১ লক্ষ ৪৯৫০ টাকা। লখনউয়ে ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার গয়নার দাম হয়েছে ৯৬,৩৫০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম হবে ১ লক্ষ ৫১০০ টাকা। ভুবনেশ্বরে ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৯৬,২০০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ১ লক্ষ ৪৯৫০ টাকা।
জেনে নিন ছুটির বাজারে গয়না গড়ালে কত খসবে
🚨India Gold Price Today | 24K, 22K, 18K Daily City Wise Rates
In Delhi’s Karol Bagh, shop shutters rise with a scrape and the first thing written isn’t an offer or discount. It’s the day’s gold rate.
Read More 🔗https://t.co/PsIn3XomPv
— India Focus Daily (@indiafocusdaily) August 30, 2025