কলকাতাঃ সামনেই ধনতেরাস (Dhanteras 2025), হাতে আর চারদিন মাত্র। ধনতেরাসে অবাঙালি-বাঙালিদের মধ্যে সোনারুপো কেনার চল রয়েছে। তবে চলতি বছরের সোনার কেনার নামে কার্যত জ্বর আসছে ক্রেতাদের। নেপথ্যে সোনার দাম। লাখের গণ্ডি অনেক আগেই পেরিয়েছে সোনার দাম। ক্রমে তা আরও বাড়ছে। জানেন কি ধনতেরাসের মাত্র চারদিন আগে সোনার দাম কততে পৌঁছল?
আজ, ১৪ অক্টোবর মঙ্গলবার কলকাতায় ১ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ১১৭৯৫ টাকা। ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ১১৭৯৫০ টাকা। ১ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ১২৮৬৮ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ১২৮৬৮০ টাকা। ১ গ্রাম ১৮ ক্যারেট সোনার দাম ৯৬৫১ টাকা। ১০ গ্রাম ১৮ ক্যারেট সোনার দাম ৯৬৫১০০ টাকা। রাজধানী দিল্লিতে মঙ্গলে ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ১১৮১০০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ১২৮৮৩০ টাকা। মুম্বইয়ে ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ১১৭৯৫০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ১২৮৬৮০ টাকা। হায়দরাবাদে ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ১১৭৯৫০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ১২৮৬৮০ টাকা। পাটনায় ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ১১৮০০০ টাকা টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ১২৮৭৩০ টাকা। চেন্নাইয়ে ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ১১৭৯৫০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ১২৮৬৮০ টাকা।
ধনতেরাসের আগে মাথায় হাত ক্রেতাদের, সোনার দাম শুনলে চমকে যাবেন আপনিও
Gold Rate Today, October 14: Gold Price Surges Amid Record-Breaking Rally Ahead of Dhanteras; Check Rates of Yellow Metal in Mumbai, Delhi, Bengaluru, Chennai, and Other Metro Citieshttps://t.co/mxKgBDQ3Xf#India #GoldRate #GoldPrice #GoldPriceinIndia
— LatestLY (@latestly) October 14, 2025