Representational Image (Photo Credits: Pixabay)

উত্তর-পূর্ব দিল্লির গোকুলপুরি ফ্লাইওভারে সিমরনজিত হত্যা মামলায় অপরাধীকে গ্রেফতার করল দিল্লি পুলিশ। তবে খুব সহজে অভিযুক্ত মজিদ চৌধুরীকে ধরা যায়নি। রীতিমত পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ের পর সে ধরা পড়ে। পুলিশের পাল্টা গুলিতে ২৮ বছরের মজিদের দুই পায়ে গুলি লাগে।অভিযুক্তকে গ্রেফতার করার পর পুলিশ তাঁর কাছ থেকে একটি ৭.৬৫ মিমি  পিস্তল, ৩ রাউন্ড ম্যাগাজিন এবং গান্ধী নগরের পুরাতন সিলামপুর এলাকা থেকে চুরি করা একটি মোটরসাইকেল উদ্ধার করেছে। ঘটনার আরও তদন্ত চলছে বলে জানিয়েছে দিল্লি পুলিশ।

উল্লেখ্য গত বুধবার পূর্ব দিল্লির গোকুলপুরী এলাকায় ৪৯ বছরের হীরা সিং (Heera Singh) এর সঙ্গে  পূর্ব দিল্লির মৌজপুরের দিকে বাইকে করে যাচ্ছিলেন বছর ৩০ এর সিমরনজিৎ কউর (Simranjeet Kaur) গোকুলপুরি ফ্লাইওভারে ওঠার পর সেই সময় পাশ দিয়ে যাওয়া একটি বাইক তাঁদের ধাক্কা দেয়। সেই সময় তর্কাতর্কি থেকে  ঝগড়া শুরু হয়ে যায়। এরপর আবার গাড়ি চলতে শুরু করলেও অপর বাইক থেকে এক রাউন্ড গুলি চালান হয়। সেই গুলি  প্রায় ৩৫ ফুট দূরত্ব থেকে পিছনে বসা সিমরানের সুপ্রাস্টারনাল খাঁজে অর্থাৎ ঘাড় ও বুকের সঙ্গে মিলিত অঞ্চলে এসে আঘাত করে। এরপর আহত স্ত্রীকে নিয়ে গুরু তেগ বাহাদুর হাসপাতালে যান তাঁর স্বামী কিন্তু সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়।