Dog Attack in Uttar Pradesh (Photo Credits: IANS)

তেলেঙ্গানায় মর্মান্তিক ঘটনা। সাত বছরের শিশুর উপর ঝাঁপিয়ে পড়ল বেওয়ারিশ কুকুর। ওই একই এলাকায় কুকুরের কামড়ে আহত আরও অনেকে। হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি আহত শিশু।

জানা গিয়েছে, শনিবার সকাল ৭ টা নাগাদ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল ওই শিশু। সেই সময় রাস্তায় শুয়েছিল ওই শিশু। সামনে এগোতেই ওই শিশুর উপর হামলে পড়ে কুকুরের দল। প্রাণভয়ে চিৎকার করতে থাকে ওই শিশু। চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয়রা। শিশুটিকে উদ্ধার করে তাঁরাই হাসপাতালে নিয়ে যান। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ওই শিশু।

এই ঘটনার পরই পুরসভার দ্বারস্থ স্থানীয়রা। এলাকায় কেন বাড়ছে বেওয়ারিশ কুকুরের এহেন উপদ্রব? এই নিয়ে প্রশ্ন তোলেন তাঁরা। গোটা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। গ্রেটার ওয়ারাঙ্গল মিউনিসিপ্যাল কর্পোরেশনের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ আনেন তাঁরা।

পথ কুকুরের আক্রমণে হাসপাতালে মৃত্যু সঙ্গে লড়াই শিশুর