গাজার ওপর ইজরায়েলের হামলা চালানোর ঘটনাকে হলোকাস্ট অ্যাখ্যা দিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভা। যদিও এই বক্তব্যের পাল্টা হিসেবে ইজরায়েলের পক্ষ থেকে এই মন্তব্যকে লজ্জাজনক বলা হয়েছে।
তিনি জানান,"গাজায় যেটি চলছে সেটি যুদ্ধ নয়, এটি গনহত্যা। এটা সৈন্যের বিরুদ্ধে সৈন্যের লড়াই নয় এটা একটি অত্যাধুনিকভাবে দক্ষ সৈন্যের সঙ্গে মহিলা ও শিশুদের লড়াই।"
ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন ব্রাজিলিয়ান নেতা চরমসীমা পার করে গেছেন। তিনি ারও জানান যে, "ইজরায়েল নিজের প্রতিরক্ষার জন্য লড়াই করছে, এবং নিজের ভবিষ্যত সুনিশ্চিত করছে যতক্ষন না পর্যন্ত সম্পূর্ণ জয় হয়। এবং তারা এটা করে যাবে আর্ন্তজাতিক আইনকে মান্যতা দিয়ে।"
ইজরায়েলের সঙ্গে হামাসের যুদ্ধ শুরু হয় ৭ অক্টোবর। যার জেরে ১২০০ মানুষ নিহত হন এর পাল্টা হিসেবে ইজরায়েলের হামলার জেরে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার।যার মধ্যে অধিকাংশ মহিলা এবং শিশু রয়েছেন। বিভিন্ন পক্ষের মাধ্যমে মধ্যস্থতার কথা বলা হলেও এখও পর্যন্ত কোন সমাধান সূত্রে আসতে পারেনি দুপক্ষই।
Brazilian President Lula compares Gaza operation to 'Holocaust'; outraged Israel says 'red line' crossed
Read @ANI Story | https://t.co/NfTXSVqs03#Brazil #Israel #Holocaust pic.twitter.com/mTvzwTsV5e
— ANI Digital (@ani_digital) February 18, 2024