Abhay Dange and Supriyo Chakraborty. (Photo Credits: IANS)

হায়দরাবাদ ২০ ডিসেম্বর: বছর শেষে ধুমাধাম করে বিয়ে সারলেন সমকামী দম্পতি। ১৮ ডিসেম্বর তেলাঙ্গানার রাজধানী শহর হায়দরাবাদের অদূরে এক রিসর্টে বসেছিল বিয়ের আসর। দম্পতির ঘনিষ্ঠ আত্মীয়দের মধ্যে ৬০ জন ছিলেন সেই বিবাহ বাসরের অতিথি।  হায়দরাবাদের রূপান্তরিত মহিলা সোফিয়া ডেভিড এই বিয়ের সইসাবুদের কাজে সরকারি প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন সেই অনুষ্ঠানে। এই নবদম্পতি হলেন অভয় ডাঙ্গে (৩৪) ও সুপ্রিয় চক্রবর্তী (৩১)। বাঙালি ও পাঞ্জাবি রীতিতে বিয়ে সম্পন্ন হয়। হলদি, মেহেন্দি. সঙ্গীত,  বিয়ের উদযাপনে এসবও ছিল। হই হই করে বিয়ের অনুষ্ঠানের আমন্ত্রণ রক্ষা করেন LGBT সম্প্রদায়ের সদস্যরাও। তালিকায় সমকামী, উভকামী, রূপান্তরকামী, প্রত্যেকেই ছিল। আরও পড়ুন-Tamil Nadu: স্কুলের WhatsApp গ্রুপে পর্ন শেয়ার করলেন গণিতের শিক্ষক, কী হল তারপর?

অভয় ও সু্প্রিয়র আলাপ হয় একটি ডেটিং অ্যাপের মাধ্যমে। তাঁরা গত অক্টোবরে বিয়ের ঘোষণা করেন। এই সমকামী বিবাহকে সমর্থন করে টুইটারে নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। এদিকে সুপ্রিয় চক্রবর্তীর অভিভাবকরা প্রথমে এই বিয়ে মেনে না নিলেও পরে মত দেন। এবং এই সম্পর্ককে মান্যতাও দেন। বিয়ে করে সুপ্রিয় ও অভয় মনে করছেন যে তাঁদের মতো অনেক দম্পতি স্বাভাবিক জীবনে আগ্রহী হবেন, এই বিয়ে দেখে। সেই সব দম্পতিদের চোখে তাঁরাই দৃষ্টান্ত। নবদম্পতির আশা, যেভাবে সমকামী সম্পর্ককে ভারত কলুষিত বিষয় হিসেবে দেখে, ঠিক সেভাবেই এদেশে সমকামী বিবাহ একদিন বৈধতাও পাবে। দেশে সমকামী বিবাহ আইনসিদ্ধ হয়ে গেলেই অভয় সুপ্রিয়আইনি গাঁটছড়াও  বেঁধে নেবেন।, এমনটাই পরিকল্পনা রয়েছে।