French President Emmanuel Macron (Photo Credit: X)

নয়াদিল্লি: প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে ভারতে আসছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ (French President Emmanuel Macron)। ম্যাক্রোঁ দুই দিনের সফরে ভারত আসছেন। তিনি ২৫ জানুয়ারি জয়পুর বিমানবন্দরে পৌঁছাবেন। এদিন ইমানুয়েল ম্যাক্রোঁ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Prime Minister Narendra Modi) সঙ্গে দেখা করবেন। আরও পড়ুন: Kharge Writes Letter To Amit Shah : অসমে ভারত জোড়ো ন্যায় যাত্রায় নিরাপত্তা বিঘ্নিত রাহুলের, স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি খাড়গের

পাশাপাশি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এদিন আম্বার ফোর্ট (Amber Fort) , যন্তর মন্তর (Jantar Mantar) ও হাওয়া মহল পরিদর্শন করবেন বলে সূত্রে খবর। রাতে প্রেসিডেন্ট ম্যাক্রোঁ দিল্লি পৌঁছাবেন। ২৬ জানুয়ারি ম্যাক্রোঁ প্রধান অতিথি হিসাবে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে অংশ নেবেন। পরে রাষ্ট্রপতি ভবনে (Rashtrapati Bhavan) ভারতের রাষ্ট্রপতির 'অ্যাট হোম' (At Home) সংবর্ধনায় যোগ দেবেন।