Representational Image (Photo Credit: X)

নয়াদিল্লি: ‘মনোরঞ্জন ব্যাংক’ (Manoranjan Bank) নামক জাল নোট ব্যবহার করে লক্ষ লক্ষ টাকার প্রতারণা করা হয়েছে। এই ঘটনায় দক্ষিণ দিল্লি পুলিশ একটি চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, যারা বিদেশি মুদ্রার বিনিময়ে এই জাল নোট ব্যবহার করে প্রতারণা করছিল। প্রতারকরা লোভ দেখিয়ে ভুক্তভোগীদের কাছ থেকে আসল টাকা বা মূল্যবান সম্পদ হাতিয়ে নিয়েছে। এই নোটগুলো ‘মনোরঞ্জন ব্যাংক’ নামে ছাপানো হয়েছিল যা একটি কাল্পনিক নাম। আরও পড়ুন: Sex Racket Busted in Gorakhpur: ভাড়া বাড়িতে রমরমিয়ে চলছিল মধুচক্র, পুলিশি অভিযানে গ্রেফতার ৩, উদ্ধার নাবালিকা

প্রতারকরা ‘মনোরঞ্জন ব্যাংক’ নামে জাল নোট তৈরি করেছে, যা একটি কাল্পনিক ব্যাংকের নাম। এই নোটগুলো দেখতে খেলনার টাকার মতো, যেগুলো সাধারণত বিনোদনের উদ্দেশ্যে ব্যবহৃত হয়।প্রতারকরা এই জাল নোটগুলো ব্যবহার করে বিদেশি মুদ্রা বিনিময়ের প্রলোভন দেখিয়ে লোকজনকে প্রতারিত করেছে। দিল্লি পুলিশ একটি অভিযান চালিয়ে এই প্রতারণার সঙ্গে জড়িত ৪ জনকে গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে ৪০ লক্ষ টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে।