নয়াদিল্লিঃ ভাড়া বাড়িতে (Rented House)রমরমিয়ে চলছিল দেহব্যবসা(Prostitution)। অভিযান (Raid) চালিয়ে ৩ জনকে গ্রেফতার করল পুলিশ। উদ্ধারএক নাবালিকা। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গোরক্ষপুরে। ইতিমধ্যেই পকসো আইনের ধারায় মামলা রুজু করা হয়েছে। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
যোগীরাজ্যে লোকালয়ের মধ্যে মধুচক্র, গ্রেফতার ৩
জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে গোরক্ষুপুরের কারিমনগরের একটি ভাড়া বাড়িতে হানা দেয় পুলিশ। অভিযান চালিয়ে ওই বাড়ি থেকে তিনজন মহিলা ও দু'জন পুরুষকে গ্রেফতার করে পুলিশ। তদন্তে নেমে জানা যায়, বাড়িটির মালিক বদন সিং। তাঁর বাড়ি ভাড়া নিয়েই রমরমিয়ে চলছিল মধুচক্র। রাতের অন্ধকারে সেখানে বিভিন্ন লোকজনের আসা যাওয়া লেগে থাকত বলে স্থানীয় সূত্রে খবর। এরপরই ওই বাড়িতে হানা দেয় পুলিশ। সেখান থেকেই এক মহিলা ও একজন নাবালিকাকে উদ্ধার করা হয়। নাবালিকাটিকে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির হাতে তুলে দেওয়া হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই মধুচক্রের পিছনে বড় কোনও গ্যাং-এর জড়িত থাকার সন্দেহ রয়েছে পুলিশের।
ভাড়া বাড়িতে রমরমিয়ে চলছিল মধুচক্র, পুলিশি অভিযানে গ্রেফতার ৩, উদ্ধার নাবালিকা
Sex Racket Busted in Gorakhpur: 3 Arrested Under Charges of Trafficking; Police Rescue 2, Including a Minor, From Rented House #Gorakhpur #UttarPradesh
— LatestLY (@latestly) July 15, 2025
Read: https://t.co/rU5iEWFy2A
— LatestLY (@latestly) July 15, 2025