সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ৪ জনের। শনিবার সকালে ঘটনাটি ঘটে কর্নাটকের বিজয়পুরা (Vijayapura) জেলার অর্জুনাগী গ্রামে। জানা যাচ্ছে, গাড়ি ও মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১২ বছরের একটি কিশোরেরও মৃত্যু হয়েছে। ঘটনার তদন্তে বাবালেশ্বর থানার পুলিশ। জানা যাচ্ছে, ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ৪ জনের। সূত্রের খবর, এদিন সকালে জামাকান্দি এলাকায় একটি মন্দিরে পুজো দিতে যাচ্ছিল একটি পরিবার। অপরদিকে জামাকান্দি থেকে বিজয়পুরার দিকে আসছিল সিমেন্ট বোঝাই ওই মালবাহী গাড়িটি। তখনই মুখোমুখি সংঘর্ষ হয় দুটি গাড়ির।