সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ৪ জনের। শনিবার সকালে ঘটনাটি ঘটে কর্নাটকের বিজয়পুরা (Vijayapura) জেলার অর্জুনাগী গ্রামে। জানা যাচ্ছে, গাড়ি ও মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১২ বছরের একটি কিশোরেরও মৃত্যু হয়েছে। ঘটনার তদন্তে বাবালেশ্বর থানার পুলিশ। জানা যাচ্ছে, ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ৪ জনের। সূত্রের খবর, এদিন সকালে জামাকান্দি এলাকায় একটি মন্দিরে পুজো দিতে যাচ্ছিল একটি পরিবার। অপরদিকে জামাকান্দি থেকে বিজয়পুরার দিকে আসছিল সিমেন্ট বোঝাই ওই মালবাহী গাড়িটি। তখনই মুখোমুখি সংঘর্ষ হয় দুটি গাড়ির।
Four persons were killed on the spot in a road accident at Arjunagi village in Vijayapura district in Karnataka, on Saturday morning. pic.twitter.com/VyfDrzs3FF
— IANS (@ians_india) April 13, 2024