নয়াদিল্লিঃ ফের আত্মঘাতী একই পরিবারের চারজন। ঘর থেকে উদ্ধার চারজনের মৃতদেহ। শনিবার ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের সাগর জেলায়। মৃতদেহের পাশ থেকে উদ্ধার সুইসাইড নোট। মৃতদের নাম মনোহর লোধি (৪৫), তাঁর মা ফুলরানি (৭০), ১৮ বছরের মেয়ে শিবানি ও ১৬ বছরের ছেলে অনিকেত। এই ঘটনার সময় বাড়িতে ছিলেন না মনোহরের স্ত্রী।
আত্মঘাতী একই পরিবারের চারজন, শুরু তদন্ত
পুলিশ সূত্রে খবর, পরিবার নিয়ে বাড়ির দোতলায় থাকতেন মনোহর। পুলিশকে মনোহরের দাদা জানা, এদিন ওপরের ঘর থেকে বমির শব্দ পান তিনি। ছুটে গিয়ে দেখেন ঘরের মেঝেতে অসুস্থ হয়ে পড়ে মা, ভাই ও ভাইপো, ভাইজিরা। সঙ্গে সঙ্গে পাড়ার লোকজনকে খবর দেন তিনি। এরপর তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে অনিকেত ও ফুলরানিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। হাসপাতালে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় শিবানি ও মনোহরের।
বিষ খেয়ে আত্মহত্যা বলেই অনুমান পুলিশের। ইতিমধ্যেই মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কী কারণে আত্মহত্যা তা নিয়ে বাড়ছে রহস্য। ঘর থেকে উদ্ধার হওয়া সুইসাইড নোটে কী লেখা রয়েছে তা সামনে আনেননি তদন্তকারীরা।
বিষ খেয়ে আত্মঘাতী একই পরিবারের চারজন, ঘর থেকে উদ্ধার সুইসাইড নোট
एमपी में बच्चों समेत एक ही परिवार के 4 लोगों ने की आत्महत्या https://t.co/QWau3ITM36 #MadhyaPradesh #MPNews #Sagar #Suiside #TheSootr
— TheSootr (@TheSootr) July 26, 2025